ঢাকা, ২১ জানুয়ারি বুধবার, ২০২৬ || ৭ মাঘ ১৪৩২
good-food
৩০

রাজধানীতে ফ্ল্যাট পাচ্ছে হাদির পরিবার, বরাদ্দ কোটি টাকা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:২২ ২০ জানুয়ারি ২০২৬  

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির পরিবারকে ১ কোটি টাকা ‘বিশেষ অনুদান’ দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। রাজধানীর লালমাটিয়ার সরকারি দোয়েল টাওয়ারে ১২১৫ বর্গফুটের ফ্ল্যাট কেনা ও সুসজ্জিত করতে এ বরাদ্দ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় এ অর্থ বরাদ্দের অনুমোদন দেয়। ফ্ল্যাট হস্তান্তরে ওসমান হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত হতে হবে।

চলতি অর্থবছর গৃহায়ণ মন্ত্রণালয়ের ‘আবাসিক ভবন বাবদ ৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সেখান থেকেই ১ কোটি টাকা  খরচ করা হবে।

জুলাই গণঅভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের অন্যতম পরিচিতি মুখ ওসমান হাদি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করার ঘোষণা দিয়েছিলেন তিনি। 

এরই ধারাবাহিকতায় গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গেলে তাকে গুলি করে মোটরসাইকেলে আসা আততায়ীরা। সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গুরুতর আহত ওসমান হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। 

সেখানেও অবস্থার উন্নতি না হলে ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। যেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।

হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জানান, হাদির স্ত্রী ও সন্তানের দায়িত্ব নেবে সরকার।

রাজনীতি বিভাগের পাঠকপ্রিয় খবর