ঢাকা, ০৭ ডিসেম্বর রোববার, ২০২৫ || ২৩ অগ্রাহায়ণ ১৪৩২
good-food
১২০

ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল, পোস্টালে ভোট দেবেন প্রবাসীরা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৪৩ ৭ আগস্ট ২০২৫  

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

 

আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের দুই মাস অর্থাৎ ৬০ দিন আগে আগে ঘোষণা আসবে। সেক্ষেত্রে ঘোষণাটি ডিসেম্বরের প্রথমার্ধে আসবে বলে ধরে নেয়া যেতে পারে। রোজা যদি হয় (ফেব্রুয়ারির) ১৮ তারিখ, তাহলে এর আগে নতুন সরকারকে ক্ষমতা গ্রহণের জন্য দুই চার দিন সময় দিতে হবে।

 

আগামী মাস থেকেই নির্বাচন কমিশন (ইসি) প্রবাসীদের ভোটার এডুকেশনের কাজ করবে জানিয়ে তিনি বলেন, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন, তারা আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন। আর প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেয়ার ব্যবস্থা নিশ্চিত করতে যাচ্ছে ইসি। এক্ষেত্রে প্রার্থী চূড়ান্ত হওয়ার আগেই দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য বরাদ্দ করা প্রতীকসহ ব্যালট পেপার প্রবাসী ভোটারদের কাছে পাঠানো হবে।

 

নির্বাচন কমিশনার বলেন, প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। তাদের ব্যালট পেপারে শুধু প্রার্থীর প্রতীক থাকবে। তবে থাকবে না কোনো নাম। এই প্রক্রিয়ার মাধ্যমে এবার ভোট দিতে পারবেন কারাগারে বন্দি ও ভোটের দায়িত্বে থাকা ব্যক্তিরাও।

 

 

তিনি আরও বলেন, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা চূড়ান্ত করা হয়েছে। নির্বাচনী প্রচারণায় এআই-এর ব্যবহার এবং ভুয়া তথ্য প্রচার প্রতিহত করার জন্য কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিক উদ্দেশ্য হলো, ব্যান্ডউইথ না কমিয়ে নির্বাচনটা করা। ভোটের দিন গণমাধ্যমসহ কেউই ড্রোন ব্যবহার করতে পারবে না। কারণ কোনটা গণমাধ্যমের ও কোনটা গণমাধ্যমের না, তা চিহ্নিত করা অনেক কঠিন।

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর