ঢাকা, ১৩ আগস্ট বুধবার, ২০২৫ || ২৮ শ্রাবণ ১৪৩২
good-food
২৫

আবারও ওয়ানডে র‌্যাংকিংয়ে নেমে গেলো বাংলাদেশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৪৭ ১১ আগস্ট ২০২৫  

আবারও আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে ১০ম স্থানে নেমে গেলো বাংলাদেশ। ২০০৬ সালের অক্টোবরের পর ২০২৫ সালের মে মাসে এ জায়গায় নামে লাল-সবুজ জার্সিধারীরা। মাঝে দেড় যুগ ওডিআই র‌্যাংকিংয়ে নবম বা ওপরের দিকে ছিল তারা।

 

গত মাসে শ্রীলংকার বিপক্ষে একটি ওয়ানডে জয়ের পর নবম স্থানে উঠেছিল বাংলাদেশ। কিন্তু অল্প কিছুদিনের ব্যবধানে আবারও দশম স্থানে নেমে গেলো টাইগাররা। ৭৭ রেটিং নিয়ে ১০ম স্থানে আছে তারা। এতে ৯ নম্বরে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের রেটিং ৭৮।

 

বাংলাদেশের পাশাপাশি র‌্যাংকিংয়ে অবনতি হয়েছে পাকিস্তানের। চতুর্থ থেকে পঞ্চম স্থানে নেমে গেছে তারা। তাদের রেটিং ১০২। ফলে ১০৩ নিয়ে চতুর্থ স্থান অধিকার করেছে শ্রীলংকা। ১২৪ রেটিং নিয়ে র‌্যাংকিংয়ের শীর্ষে আছে ভারত। দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। তাদের রেটিং ১০৯। ষষ্ঠ থেকে অষ্টম স্থানে আছে যথাক্রমে- দক্ষিণ আফ্রিকা (৯৬), আফগানিস্তান (৯১) ও ইংল্যান্ড (৮৮)। 

 

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করতে র‌্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ১৪ দলের বিশ্বকাপে স্বাগতিক দেশ হিসেবে সরাসরি খেলবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। বাকি ১২ দলের মধ্যে র‌্যাংকিংয়ের সেরা ৮ দল সরাসরি বিশ্বকাপে খেলবে।

 

বিশ্বকাপের টিকিট পেতে হলে বাকি চার দলকে বাছাইপর্বের বাধা পেরুতে হবে। বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে হলে ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশকে র‌্যাংকিংয়ে সেরা আটের মধ্যে থাকতে হবে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর