ঢাকা, ১৬ জানুয়ারি শুক্রবার, ২০২৬ || ৩ মাঘ ১৪৩২
good-food

বিশ্বকাপ নিয়ে আলোচনায় বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:২১ ১৬ জানুয়ারি ২০২৬  

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কিনা সেই শঙ্কা এখনো দূর হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্পষ্ট জানিয়েছে, ভারতে খেলতে যাবে না বাংলাদেশ। বিকল্প হিসেবে ভারত বাদে অন্য যেকোনো জায়গায় খেলতে চায় বাংলাদেশ।


তবে আইসিসি বাংলাদেশকে অনুরোধ করেছে বিষয়টি পুনঃবিবেচনা করার জন্য। বিসিবি তাতেও রাজি নয়। তাই বিশ্বকাপ ইস্যুতে আলোচনার জন্য আজ তিন সদস্যের এক প্রতিনিধি দল বাংলাদেশে আসছে। বিষয়টি গতকাল দেশকাল নিউজকে নিশ্চিত করেছে বিসিবির এক পরিচালক।


বিশ্বকাপ ইস্যুতে গতকাল আইসিসির প্রতিনিধি দলের বাংলাদেশে আসার ইঙ্গিত দিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও। গতকাল ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে ক্রীড়া উপদেষ্টা বলেছেন, “আমি সর্বশেষ অবস্থা শুধু এইটুকুই জানি, আমাকে আমিনুল ইসলাম বুলবুল সাহেব জানিয়েছে যে, আইসিসির একটা টিম হয়ত আসছে বাংলাদেশে কথা বলার জন্য।”


তবে বিশ্বকাপ খেলা নিয়ে বাংলাদেশ নিজেদের অবস্থান থেকে সরে আসবে না বলে আবারও জানান আসিফ নজরুল। তিনি বলেছেন, “আমাদের অবস্থান থেকে সরার কোনো সুযোগ নাই। আমরা প্রচণ্ডভাবে বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই। সেটা আমরা শ্রীলঙ্কাতেই খেলতে চাই এবং এটা আয়োজন করা সম্ভব বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর