ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১
good-food
২৩৪

মিয়ানমারে জোরালো হচ্ছে বিক্ষোভ, রাস্তায় শত শত মানুষ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:২৪ ৬ ফেব্রুয়ারি ২০২১  

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ করেছে শত শত মানুষ। দেশটির প্রধান শহর ইয়াঙ্গুনের রাস্তায় মিছিল করেছে তারা। এসময় তাদের মুখে শ্লোগান ছিল-সামরিক স্বৈরশাসক ব্যর্থ, ব্যর্থ; গণতন্ত্র, জয়, জয়।

 

গেল সপ্তাহে মিয়ানমারে ক্যু ঘটে। এরপর দেশটির শাসনক্ষমতা নেয় জান্তারা। পরে সামরিক শাসন জারি করে তারা। তারপর সেখানে এ প্রথম এত বড় বিক্ষোভ হলো।

 

সেনাবাহিনীর হাতে আটক নির্বাচিত নেতা অং সান সুচি এবং তার সহকর্মীদের দ্রুত মুক্তি দাবি করেছেন বিক্ষোভকারীরা। জনগণের আন্তঃযোগাযোগ বন্ধে মিয়ানমারে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে সেনারা। সেটা তোয়াক্কা না করে এ র‌্যালি করলেন ‘গণতন্ত্রপন্থীরা’।

 

পরিকল্পিত এক অভ্যুত্থানে গেল সোমবার (১ ফেবুয়ারি) মিয়ানমারের ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। দেশটির নবগঠিত সংসদের এদিন পূর্বনির্ধারিত বৈঠক ছিল।  

 

২০২০ সালের নির্বাচনে ব্যাপক ব্যবধানে জয়লাভ করে এনএলডি। তবে নির্বাচনে জালিয়াতির অভিযোগে সেই সরকারকে ক্ষমতাচ্যুত করে জান্তারা। একইসঙ্গে ডি ফ্যাক্টো নেতা সুচিকে আটক করে তারা। তিনি এখন গৃহবন্দি রয়েছেন।

 

দেশটির প্রেসিডেন্ট উইন মিন্টকে গ্রেপ্তার করে সেনা কর্মকর্তারা। এছাড়া তাদের হাতে একাধিক রাজনীতিবিদ বন্দি হন। পরে নিজেদের টেলিভিশনে সম্প্রচারিত বার্তায় গোটা দেশে এক বছর জরুরি অবস্থা জারি করে সেনাবাহিনী।

 

অভ্যুত্থানের পর সামরিক প্রধান মিন উং লাইং দেশ পরিচালনার দায়িত্বে রয়েছেন। আর সাবেক জেনারেল মিন্ট সুই ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এরই মধ্যে ক্ষমতা পাকাপোক্ত করেছেন তারা।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর