ঢাকা, ০৭ অক্টোবর মঙ্গলবার, ২০২৫ || ২১ আশ্বিন ১৪৩২
good-food
২৭৩

আল-আকসার ইমামের বিরুদ্ধে ইসরাইলের নিষেধাজ্ঞা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:২২ ১২ এপ্রিল ২০২৫  

খুতবায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি বাহিনীর গণহত্যার সমালোচনা ও নিন্দা করার অভিযোগে মসজিদ আল-আকসার ইমাম শেখ মুহম্মদ সেলিমকে ৭ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে ইসরাইল। 

 

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার (১১ এপ্রিল) জুমার নামাজে খুতবা দেওয়ার সময় গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর সামরিক অভিযান ও অব্যাহত গোলাবর্ষণের নিন্দা জানান শেখ মুহম্মদ সেলিম।  সেই সঙ্গে তিনি অভিযান বন্ধের জন্য ইসরাইলের প্রতি আহ্বানও জানান।

 

নামাজ শেষে বের হয়ে যাওয়ার সময় আল আকসার একটি ফটক থেকে শেখ মুহম্মদ সেলিমকে আটক করে ইসরাইলি পুলিশ।  পরে  তাকে পূর্ব জেরুজালেমের একটি থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর ছেড়ে দেওয়া হয় আর দেওয়া হয় ৭ দিনের নিষেধাজ্ঞা। এই সাত দিন তিনি আল-আকসা চত্বরে প্রবেশ করতে পারবেন না, যদি করেন তাকে গ্রেফতার করা হবে। 

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর