ঢাকা, ২৯ ডিসেম্বর সোমবার, ২০২৫ || ১৫ পৌষ ১৪৩২
good-food
১১

মোস্তাফিজকে ১৮ কোটিতে কিনলেও অবাক হতেন না তাসকিন

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:২৫ ২৯ ডিসেম্বর ২০২৫  

আইপিএলে চড়া দামে মোস্তাফিজুর রহমানকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। দুই দলের সঙ্গে লড়াই করে ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশ তারকাকে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। 

ভিত্তিমূল্য দুই কোটি রুপি থেকে মোস্তাফিজ প্রথমবার আইপিএলে এত দামে দল পেলেন। তবে তার সতীর্থ তাসকিন আহমেদ মনে করেন, ৯ কোটি কেন মোস্তাফিজ ১৮ কোটি পেলেও অবাক হতেন না তিনি।

তাসকিন নিজেও আইপিএল নিলামে নাম দিয়েছিলেন। তবে তাকে নিয়ে আগ্রহ দেখায়নি কেউ। সেখানে মোস্তাফিজকে নিয়ে দলগুলোর মধ্যে কাড়াকাড়ি লেগে যায়। 

নিলামে প্রথমে আগ্রহ প্রকাশ করে দিল্লি ক্যাপিটালস। এরপর বিড করে চেন্নাই সুপার কিংস। দুই দলের সঙ্গে লড়াই করে এই বাঁ হাতি পেসারকে দলে নেয় শাহরুখ খানের কলকাতা। 

সতীর্থকে নিয়ে আইপিএলের দলগুলোর আগ্রহে খুশি তাসকিন। তিনি মনে করেন, মোস্তাফিজ একজন পরীক্ষিত ক্রিকেটার, তার এই দাম প্রাপ্য। 

বিপিএলে নিজের মিশন শুরুর আগে সোমবার সাংবাদ মাধ্যমকে তাসকিন বলেন, “এটা তো দেখতেই পারছেন। ফিজ বিশ্ব ক্রিকেটে পরীক্ষিত একজন খেলোয়াড়। ও যদি ৯ কোটির জায়গায় ১৮ কোটিও পেত, এটাও অবাক হওয়ার কিছু হতো না।”

“কারণ এটা প্রাপ্য। ও (মুস্তাফিজ) আইপিএলেও অনেক ম্যাচ খেলেছে, ভালো করে দেখিয়েছে। আইএল টি-টোয়েন্টিতে তো দুর্দান্ত খেলেছে। এটা আসলে আমাকে অবাক করে না। আমি মনে করি, ফিজ আরও বেশি ডিজার্ভ করে। আশা করছি, এভাবে যদি হতে থাকে আমাদের সব খেলোয়াড়দেরই কদর বাড়বে, ইনশাআল্লাহ।”, যোগ করেন তাসকিন।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর