ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
১৭৪

শপথ নিলেন মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:০৬ ১ মার্চ ২০২০  

ইউনাইটেড ইন্ডিজেনাস পার্টির প্রধান মুহিউদ্দিন ইয়াসিনকে মালয়েশিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির রাজা পাহাংয়ের সুলতান আবদুল্লাহ সুলতান আহমাদ শাহ। রোববার স্থানীয় সময় সকাল ১০টায় কুয়ালালামপুরে ইস্তানা নেগারা রাজপ্রাসাদে তার শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। রাজপ্রাসাদ সূত্রে এ তথ্য জানিয়েছে দেশটির একাধিক গণমাধ্যম। দেশটির অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। 

ইস্তানা নেগারা রাজপ্রাসাদ শনিবার স্থানীয় সময় বেলা সাড়ে ৪টায় মুহিউদ্দিনের শপথ অনুষ্ঠান সম্পর্কিত বিবৃতি প্রকাশ করে।
মালয়েশিয়ার রাজ পরিবারের মুখপাত্র আহমদ ফাদিল শামসুদ্দীন বিবৃতিতে জানান, দেশটির রাজা সংসদের ২২১ সদস্যের সঙ্গে সাক্ষাতের পর জোহর রাজ্যের পাগোহ থেকে নির্বাচিত মুহিউদ্দিনের পক্ষে সংখ্যাগরিষ্ঠের মতামত পেয়েছেন। এ কারণে, দেশটির সংবিধান অনুসারে রাজা তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন।

সংবিধানের ৪৩(২)(এ) ধারা অনুসারে, মালয়েশিয়ার রাজা বেশিরভাগ সংসদ সদস্যের আস্থাভাজন সদস্যকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন। গত ২৪ ফেব্রুয়ারি মাহাথির মোহাম্মদের পদত্যাগের পর প্রধানমন্ত্রী নিয়োগ ও মন্ত্রিসভা গঠনের আগ পর্যন্ত তাকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা জারি করেন রাজা। এর আগে প্রধানমন্ত্রী বাছাইয়ে পার্লামেন্টের ২২২ এমপির সঙ্গে সাক্ষাৎকার নেন তিনি।

সবশেষ দু’জন এ পদের জন্য মনোনীত হন। মুহিউদ্দিনকে সমর্থন দেয় উমনু ও পাস জোট এবং মাহাথির মোহাম্মদকে সমর্থন দেয় পাকাতান হারাপান জোট। এটিতে রয়েছেন এ পদের আরেক দাবিদার আনোয়ার ইব্রাহিম। সবশেষ তিনি মাহাথিরকে সমর্থন দেন।

উল্লেখ্য, দুই দশক ধরে ক্ষমতার লড়াইয়ে মুখোমুখি ছিলেন মাহাথির মোহাম্মদ ও আনোয়ার ইব্রাহিম। তবে ইব্রাহিমকে পাশ কাটিয়ে মুহিউদ্দিন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন।

মালয়েশিয়ার রাজনীতিতে মুহিউদ্দিনের পদার্পণ ১৯৭৮ সালে। ওই বছরই তিনি প্রথম এমপি নির্বাচিত হন। ৪২ বছরের রাজনৈতিক জীবনে পররাষ্ট্র, শিল্প ও বাণিজ্যসহ ছয়টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন মুহিউদ্দিন। সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের মেয়াদে ছয় বছর উপপ্রধানমন্ত্রী ছিলেন।

তবে নাজিবের আর্থিক কেলেঙ্কারি নিয়ে কথা বলায় ২০১৫ সালে তাকে বরখাস্ত করা হয়। এরপর মাহাথিরের সঙ্গে মিলে ২০১৬ সালে পার্টি প্রিবুমি বারসাতু মালয়েশিয়া (পিপিবিএম) নামের রাজনৈতিক দল গঠন করেন।

প্রধানমন্ত্রী হতে মাহাথির দলের দায়িত্ব ছাড়লে তার স্থলাভিষিক্ত হন মুহিউদ্দিন। ২০১৮ সালে মাহাথির সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান তিনি। এবার প্রধানমন্ত্রী হিসেবেও মাহাথিরের স্থলাভিষিক্ত হলেন এ ঝানু রাজনীতিক।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর