ঢাকা, ১৯ মার্চ মঙ্গলবার, ২০২৪ || ৫ চৈত্র ১৪৩০
good-food
৩০০

স্যানিটারি প্যাড কি সম্পূর্ণ নিরাপদ?

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৩০ ১ মার্চ ২০২১  

নারীদের শারীরবৃত্তীয় ক্রিয়ার জরুরি অংশ পিরিয়ড। তাই এটি চলাকালীন পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলা অবশ্য কর্তব্য। তা মেনে চলতে গেলে প্রথমেই আসে প্যাড বদলের প্রসঙ্গ। ঋতুস্রাবের সময় নারীরা বেশিরভাগ ক্ষেত্রে স্যানিটারি প্যাডের উপর নির্ভর করে। কিন্তু এটি কি সম্পূর্ণরূপে নিরাপদ? এ প্রশ্ন অনেক নারীর মনে উঠতে পারে। স্যানিটারি প্যাডের ব্যবহার স্বাস্থ্যের উপর কীভাবে প্রভাব ফেলে এবং ঝুঁকিপূর্ণ হয়ে যায় জানুন...

 

স্যানিটারি প্যাড কি ক্ষতিকারক?

বেশিরভাগ ক্ষেত্রে স্যানিটারি প্যাডের ব্যবহার নিরাপদ বলে বিবেচিত হয়েছে। তবে কিছু গবেষণায় দেখা গেছে, এটি ব্যবহারের ফলে যৌনাঙ্গে ক্যানসারও হতে পারে। যে প্যাডগুলো দীর্ঘস্থায়ী শোষণযুক্ত। জরায়ু ক্যানসার বা ডিম্বাশয়ের ক্যানসার শরীরে ডাইঅক্সিন প্রকৃতির কারণে ঘটতে পারে। স্যানিটারি প্যাড প্রতি ৩-৪ ঘণ্টা পর পর পাল্টানো উচিত। 


সাধারণত রক্তপ্রবাহের উপর নির্ভর করে প্যাড বদলের সময়সীমা। এই প্রবাহ একেকজনের ক্ষেত্রে একেক রকম। প্রবাহমাত্রা বেশি থাকলে অস্বস্তি এড়াতে আগেভাগেই প্যাড বদলে নিন। তবে প্রবাহমাত্রা কম থাকলে ঘণ্টার পর ঘণ্টা একই প্যাড ব্যবহার করবেন না। এতে শরীরের ক্ষতি হতে পারে।

 

যেসব ক্ষতিকর রাসায়নিক স্যানিটারি প্যাডে পাওয়া যায়

ডাইঅক্সিন: ডাইঅক্সিন একটি রাসায়নিক যা স্যানিটারি প্যাডগুলো ব্লিচ করতে ব্যবহৃত হয়। ডাইঅক্সিন শরীরের জন্য খুব ক্ষতিকারক এবং অনেক বিপদ হতে পারে।

 

কৃত্রিম সুগন্ধি: কৃত্রিম সুগন্ধি প্যাডগুলো সুগন্ধযুক্ত করতে ব্যবহৃত হয়। এগুলো এমন রাসায়নিক পদার্থ যা নিরাপদ বলে বিবেচিত হয় না। এ কারণে গর্ভধারণ না করার মতো একটি গুরুতর সমস্যা সামনে আসে।


স্যানিটারি প্যাডগুলোতে ব্লিচ থাকে: স্যানিটারি প্যাডগুলোতে তুলো ব্যবহৃত হয়। তুলো বাস্তবের রং ময়লা ও হলুদ। তবে এটি কোনও প্যাডে ব্যবহার করা হলে এটি প্রথমে ব্লিচ দিয়ে উজ্জ্বল এবং সাদা করা হয়। সাদা স্বাস্থ্যকরণের সঙ্গে জড়িত। আমাদের বেশিরভাগ বিশ্বাস করেন, কোনও কিছু যদি সাদা হয়; তাহলে এটি পরিষ্কার। একই চিন্তা প্যাডেও। 


এই রাসায়নিক ব্যবহারে লিভারের ক্ষতি হতে পারে এবং ত্বক কালো হতে পারে। সবচেয়ে খারাপ পরিস্থিতি ডাইঅক্সিন, ইমিউন সমস্যা, পেলভিক প্রদাহ, হরমোনজনিত কর্মহীনতা, ডায়াবেটিস এবং ডিম্বাশয়ের ক্যানসারের সঙ্গে সম্পর্কিত।

 

ক্যানসার হতে পারে: প্যাড ব্যবহারের ফলে যৌনাঙ্গে ক্যানসার হতে পারে। এর অর্থ এই নয় যে প্যাডগুলো একসঙ্গে ব্যবহার করলে আপনাকে ক্যানসারের ঝুঁকিতে ফেলবে। তবে যারা প্রতি মাসে এগুলো ব্যবহার করছেন, তাদের সতর্ক হওয়া দরকার। এটি মূলত প্যাডগুলোর সঙ্গে ঘটে, যাতে রাসায়নিক থাকে। এটি সহজেই শরীরে প্রবেশ করে ক্ষতি করতে পারে।


কীটনাশক বিপত্তি: যেমনটি আমরা সবাই জানি, স্যানিটারি প্যাডগুলোতে তুলো ব্যবহার করা হয়ে থাকে। কৃষকরা তুলা চাষ করেন। ফসলের পোকামাকড় থেকে দূরে রাখতে কীটনাশক স্প্রে করা হয়। তুলোতেও তার প্রভাব পড়ে। এটি রক্তপ্রবাহের মাধ্যমে আপনার শরীরে প্রবেশ করতে পারে। এছাড়া সুতির মধ্যে ফুরান নামক একটি রাসায়নিক থাকে, যা দেহে প্রবেশ করতে পারে। এই রাসায়নিকের ফলে ক্যানসার, বন্ধ্যাত্ব, থাইরয়েডের মতো সমস্যা দেখা দিতে পারে।

 

বন্ধ্যাত্ব সৃষ্টি করতে পারে: রক্তের গন্ধ নিয়ন্ত্রণ করতে বেশিরভাগ প্যাডে ডিওডোরেন্ট বা নিউট্রালাইজার যুক্ত করা হয়। সুগন্ধি প্যাডগুলোর সঙ্গে ঝুঁকি হলো তারা আপনার উর্বরতাটিকে ভুল উপায়ে প্রভাবিত করে। কৃত্রিম পারফিউমের ব্যবহার জন্মগত ত্রুটিগুলো এবং ভ্রূণের বিকাশে নেতিবাচকভাবে প্রভাব ফেলতে পারে। ত্বকে জ্বালা করা ছাড়াও এটি যোনি খামিরের সংক্রমণ এবং অন্যান্য সংক্রমণের ঝুঁকিও বাড়িয়ে তোলে।

 

স্যানিটারি প্যাড ব্যবহার করার সময় যেসব বিষয মনে রাখবেন
পিরিয়ড চলাকালীন ব্যক্তিগত অংশ শুকনো রাখুন। আপনি প্রতি ৫-৬ ঘণ্টা অন্তর আপনার প্যাড পরিবর্তন করা ভালো। মূত্রনালীর সংক্রমণ রোধ করতে পিরিয়ডের সময় পর্যাপ্ত পরিমাণ পানি পান করা উচিত। আপনার আন্ডারওয়্যারটি নিয়মিত পরিষ্কার করুন এবং সূক্ষ্ম রোদের নিচে শুকিয়ে নিন যাতে কোনও আর্দ্রতা না থাকে।
 

স্বাস্থ্য বিভাগের পাঠকপ্রিয় খবর