ঢাকা, ৩১ আগস্ট রোববার, ২০২৫ || ১৫ ভাদ্র ১৪৩২
good-food
২৯৪১

শিশুদের আর্তি

জলবায়ুর ক্ষতিকর কর্মসূচি যাতে সংসদ থেকে না আসে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:২৬ ২১ সেপ্টেম্বর ২০১৯  

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচাতে হবে বিশ্বকে। এ আকুতি জানালো বাংলাদেশের হাজারো শিশু।

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সমবেত হয়ে এই আকুতি জানায় ঢাকার বেশ কয়েকটি স্কুল ও কলেজের কয়েক হাজার শিক্ষার্থী। এ সময় তারা বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পদক্ষেপ নিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানায়।

সুইডেনের জলবায়ু কর্মী ১৬ বছর বয়সী গ্রিটা টুনবার্গের ডাকে সাড়া দিয়ে শুক্রবার মানববন্ধন ও সমাবেশ করে ছোট ছোট শিক্ষার্থীরা। সেভ দ্য চিলড্রেন এবং গ্রিন সেভার্স যৌথভাবে শিশুদের  এ সমাবেশের আয়োজন করে। এতে রোভার স্কাউট, গার্লস গাইড ও স্কুল ক্যাবিনেট সদস্যরাসহ সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেয়।  

জলবায়ু পরিবর্তনের ভয়ংকর নেতিবাচক প্রভাব সম্পর্কে জনসাধারণকে সচেতন হওয়ার আহ্বানও জানানো হয় শিশুদের এই প্রতিবাদ সমাবেশ থেকে।

সমাবেশে গ্রিন সেভার্সের প্রেসিডেন্ট আহসান রনি জলবায়ু পরিবর্তনের জন্যে দায়ী রাষ্ট্রগুলোর বিচার দাবি করেন। এছাড়া পরিবেশবিদরা এই সমাবেশে একাত্মতা জানিয়ে এখনই সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান।

সমাবেশে পরিবেশবিদ স্থপতি ইকবাল হাবিব বলেন, শিশুরা বুঝতে পেরেছে বাঁচতে হলে তাদের নিজেদেরকে রাস্তায় নামতে হবে। জলবায়ু পরিবর্তনের হুমকি নিয়ে বাংলাদেশের শিশুরাও এখন সোচ্চার । আগামীর পৃথিবী এই শিশুদের জন্য। তাই এই পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে কিছু বলবার অধিকার অবশ্যই শিশুদের রয়েছে।  


পরিবেশবাদী আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ধনী দেশগুলোর বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কারণে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। জলবায়ু ও পরিবেশগত নানা বৈরী আচরণ দেখা যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের খারাপ প্রভাব রোধ করতে না পারলে পৃথিবী বাসযোগ্য থাকবে না। গোটা দেশের ফুসফুস সুন্দরবনকেও কিছু বিরূপ প্রক্রিয়ার মাধ্যমে ধ্বংস করে দেয়া হচ্ছে। এর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। 


গেল বছর আগস্টে সুইডেনের পার্লামেন্টের বাইরে দাঁড়িয়ে শিশু গ্রিটা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ায়। পরে সে ‘ফ্রাইডে ফর ফিউচার’ নামে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনবিরোধী আন্দোলন গড়ে তোলে।

সারাবিশ্বে শিশুদের মধ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে সচেতন করতে এবং জলবায়ু পরিবর্তনের শিকার দেশগুলোর কৌশলগত অবস্থান তুলে ধরার জন্যে ‘ফ্রাইডে ফর ফিউচার’ প্লাটফর্মের মাধ্যমে কাজ করা হচ্ছে। সেই কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় শিক্ষার্থীরা সমাবেশ এবং সচেতনতামূলক প্ল্যাকার্ড ও ব্যানার বহন করে। তারা এক কণ্ঠে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পৃথিবীকে রক্ষার আহ্বান জানায়। সমাবেশ ও শোভাযাত্রা শেষে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে পৃথিবীকে রক্ষায় শপথ নেয় তারা।


মিরপুর আইডিয়াল স্কুলের ছাত্র সায়েম হাসান সত্য বলে, আজকের এই ছুটির দিনে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিয়ে মানুষকে সচেতন করতে এমন একটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে আমরা হাজির হয়েছি। পৃথিবী ও জলবায়ুর ক্ষতি হয় এমন কোনো কর্মসূচি যাতে করে আমাদের সংসদ থেকে না আসে, সেই বার্তা দিতে আমরা এখানে এসেছি।

পরিবেশ বিভাগের পাঠকপ্রিয় খবর