ঢাকা, ২৪ আগস্ট রোববার, ২০২৫ || ৯ ভাদ্র ১৪৩২
good-food
১০৭৪

শুটিং সেটে জ্ঞান হারালেন দীপিকা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:০৩ ২৯ এপ্রিল ২০১৯  

বিগ বস-১২ আসরের বিজয়ী দীপিকা কাকর শুটিং সেটে জ্ঞান হারিয়েছেন। 'পানি পুরি' শোর সেটে ঘটনা ঘটে। শোতে তার সহকর্মী করন ভি গ্রোভার।

সদ্য শোয়ের প্রযোজক সন্দ্বীপ সিকান্ত দীপিকার একটি ছবি প্রকাশ করেছেন। তাতে দেখা গেছে, সোফায় শুয়ে আছেন অভিনেত্রী। তার চারপাশে অন্যান্য কলাকুশলীরা।

ছবির সঙ্গে সন্দ্বীপ লিখেছেন, নায়িকা অজ্ঞান হয়ে গেছে।

ছবি প্রকাশের পর উদ্বেগ প্রকাশ করেছেন দীপিকার ভক্ত সহকর্মীরা।

তবে এটি এখনো স্পষ্ট নয়, দীপিকা সত্যিই অসুস্থ হয়েছেন নাকি শুধু মজা করার জন্যই এটা করেছেন।

ইভেন্ট বিভাগের পাঠকপ্রিয় খবর