ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
৮২৩

আঁচিল সমস্যার সমাধান ২ সপ্তাহেই

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৫৬ ১৩ ডিসেম্বর ২০২০  

ত্বকের একধরনের সমস্যা হলো আঁচিল। একরকম ভাইরাসের সংক্রমণে এটি  হয়। কোষে মেলানিনের সমস্যা হলে মেলানোসাইট উপাদান তৈরি হয়। যা সূর্যের আলোর সংস্পর্শে বাদামি হয়। সেই সঙ্গে ত্বকে জ্বালাপোড়া ভাব থাকে। দাগ, ছোপ এসবও পড়ে। 

 

যে ভাইরাসের আক্রমণে এসব সমস্যা অর্থাৎ আঁচিল হয়, তাকে হিউম্যান প্যাপিলোমা বলে। ত্বকের সর্বত্র তা ছড়িয়ে পড়ে না। গলায়, আঙুলের ভাঁজে, চোখের পাতায় কিংবা শরীরের স্পর্শকাতর জায়গায় সেটি হয়। 

 

অনেক সময় আঁচিলে ব্যথা হয়। হোমিওপ্যাথি ওষুধ খেলে তা সেরে যায়। আবার খুব বেশি সমস্যা হলে অপারেশনও করতে হয়। তবে এর ধরন বুঝে চিকিৎসা করেন বিশেষজ্ঞরা। 

 

কিন্তু কিছু ঘরোয়া উপায়েও দূর করা যায় আঁচিল। তাই তা হলে চিন্তা না করে বরং প্রয়োগ করে দেখুন এসব উপাদান। ফল অবশ্যই পাবেন।

 

ক্যাস্টর অয়েল ও বেকিং সোডা
বেকিং সোডা যেকোনও দাগ, ছোপ তুলতে দারুণ কাজ করে। এক চামচ ক্যাস্টর অয়েলের সঙ্গে হাফ চামচ বেকিং সোডা মিশয়ে পেস্ট বানান। এবার আঁচিলের ওপর তা ১৫ মিনিট লাগিয়ে ম্যাসেজ করুন। শুকিয়ে গেলে ধুয়ে নিন। সবচেয়ে ভালো রাতে লাগিয়ে ঘুমিয়ে পড়ুন। সকালে উঠে ধুয়ে নিন।

 

অ্যাপেল সিডার ভিনিগার
তুলোয় অ্যাপেল সিডার ভিনিগার নিয়ে আঁচিলে লাগান। দিনে দু’বার লাগান। ভিনিগার লাগিয়ে মিনিট ১৫ রাখুন। এরপর পানি দিয়ে ধুয়ে নিন। টানা একমাস করতে পারলে আঁচিল ঝরে যাবে। তবে খেয়াল রাখবেন এই ভিনিগার যেন চোখে ঢুকে না যায়।

 

টি ট্রি অয়েল
টি ট্রি অয়েল ত্বকের জন্য খুবই ভালো। একটি তুলোয় টি ট্রি অয়েল লাগিয়ে আঁচিলের ওপর ১০ মিনিট চেপে রাখুন। এভাবে টানা দু’সপ্তাহ করুন। এতেই তা ঝরে পড়বে। এছাড়া মুখের কোষ ভালো থাকে টি ট্রি অয়েলে।

 

রসুন
ত্বকের ট্যান ওঠানো থেকে দাগ তোলায় রসুন খুবই কার্যকরী। এটি থেঁতো করে নিয়ে আঁচিলে লাগান। শুকিয়ে গেলে ঘষে তুলে নিন। যদি রাতে লাগান, তাহলে পরদিন সকালে মুখ ধোবেন। সবথেকে ভালো হয় যদি সারারাত রসুনের পেস্ট মুখে লাগিয়ে রাখতে পারেন। এতে দাগ ছোপও উঠে যাবে। মুখ সুন্দর লাগবে। 

 

অ্যালোভেরা
অ্যালোভেরায়ে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। এর পাতা থেকে জেল বের করে আস্তে আস্তে মুখে লাগান। ভালো করে লাগানো হলে দু’ঘণ্টা রাখুন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। তবে এ জেল লাগিয়ে জোরে ঘষবেন না।

 

আনারস
আনারস অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। খেলেও যেমন ভালো কাজ করে, তেমনই মুখেও লাগানো যায়। এর জুস কিংবা টুকরো থেঁতো করে সেটার সঙ্গে লবণ মিশিয়ে পেস্ট করুন। মুখে তা ১০ মিনিট ভালো করে ঘষুন। পাঁচ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে আঁচিলও উঠে যাবে, মুখও ভালো থাকবে।