ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
৩৫৬

যেভাবে করোনা সংক্রমণ হয়

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৫৯ ৮ সেপ্টেম্বর ২০২০  

করোনার সঙ্গে বসবাসের প্রায় সাত মাস কেটে গেছে। তবু আমরা বুঝে উঠতে পারছি না, ঠিক কীভাবে শরীরে প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ ঘটে। তদুপরি কোন প্রক্রিয়ায় আক্রান্ত হচ্ছে মানুষ। 
গবেষকরা বলছেন, কিছুতে হাত দিয়ে সংক্রমিত হওয়ার ঝুঁকি কম। একজন আরেকজনের সঙ্গে গা ঘেঁষাঘেঁষি করে না চললে সংক্রমণ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
তারা বলছেন, সংক্রমণ তখনই হয়-যখন সামাজিক দূরত্ব খুব কম থাকে। ছোট জায়গায় বহু লোক গিজগিজ করে। সবাই চিৎকার করে কথা বলে, গান গাই। প্রচণ্ড ভিড়ে বাতাস চলাচলের ব্যবস্থা থাকে না। অর্থাৎ একে অপরের অনেক কাছাকাছি থাকে। এভাবে একজন থেকে আরেকজনের দেহে করোনা প্রবেশ করে।
তাই সাবধান-সতর্ক না হলে নয়? অফিস-আদালত, গণপরিবহন, বাজারে ভালো বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে। সবাইকে মাস্ক-গ্লাভস পরতে হবে। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ভিড় ও জনসমাগম এড়িয়ে চলতে হবে। সাবান ও স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে হবে। শরীরের পোশাক পরিচ্ছন্ন রাখতে হবে।  
যেভাবে করোনা একে অপরের শরীরে ঢুকে
#কেউ যখন কাশে, কথা বলে, হাঁচি দেয়, শ্বাস নেই, তখন তার মুখ, নাক, গলা থেকে বিভিন্ন মাপের ক্ষুদ্র কণা বের হয়। সেই কণায় থাকে এ মারণঘাতী ভাইরাস। যা অন্যজনের দেহে প্রবেশ করে।
#ভাইরাস শরীরে ঢুকলেই সংক্রমণ হয় না। সংক্রমিত হতে গেলে নির্দিষ্ট সংখ্যক ভাইরাস প্রবেশ করতে হয়। অর্থাৎ যখন অসংখ্য করোনা দেহে অনুপ্রবেশ করে, তখনই সংক্রমণ ঘটে।  
# এরপর শ্বাসনালীতে প্রবেশ করে করোনা। এসিই–২ গ্রাহকের মাধ্যমে তা ঢুকে পড়ে কোষে। অতপর করে বংশবৃদ্ধি। 
গবেষণা বলছে, বাতাসে অনায়াসে ভেসে বেড়াতে পারে করোনা। তাই বিস্তারের ঝুঁকি বেশি। কারণ, মানুষ এখন বহির্মুখী, সবকিছু খোলা।  অধিকন্তু বদ্ধ জায়গায় সংক্রমণের আশঙ্কা অনেক বেশি। 
মূলত অফিস-আদালত, বাজারঘাট, গণপরিবহন, জিম, পার্লার, থিয়েটার, পানশালায় সংক্রমণের ঝুঁকি বেশি। কারণ, সেগুলোতে প্রচুর জনসমাবেশ ঘটে। সবাই সবার মুখের সামনে হইচই করে।