ঢাকা, ১৯ মার্চ মঙ্গলবার, ২০২৪ || ৫ চৈত্র ১৪৩০
good-food
৮৯৯

যেসব কারণে শীতের শুরুতে খাবেন আমলকি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৩২ ২৮ অক্টোবর ২০১৯  

দরজায় কড়া নাড়ছে শীত।  এসময়ে দরকার বাড়তি যত্ম। এক্ষেত্রে দারুণ কার্যকরী আমলকি। শরীর ঠিক রাখতে এর বিকল্প নেই। শীতকালে এটি নিয়মিত খেলে বেশ কয়েকটি স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাবেন।

গলার ব্যথা কমে
আয়ুর্বেদিক বিশেষজ্ঞদের মতে, নিয়মিত এক গ্লাস আমলকি রসে পরিমাণ মতো আদা এবং মধু মিশিয়ে খেলে গলার ব্যথা কমে। সেইসঙ্গে কফ ও সর্দি-কাশির প্রকোপ কমে। তাই শীতকালে ঠাণ্ডা-গরম পরিস্থিতিতে গলা ব্যথা শুরু হলে আমলকির রস কাজে লাগাতে দেরি করবেন না।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
আমলকিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট। এটি শরীরে প্রবেশ করার পর দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করে তোলে। ফলে ছোট-বড় কোনো রোগই ধারেকাছে ঘেঁষতে পারে না। সেই সঙ্গে শরীরে উপস্থিত ক্ষতিকর টক্সিক উপাদানও বের করে দেয়। ফলে সুস্থ থাকা যায়।

দৃষ্টিশক্তির উন্নতি
সারাক্ষণ কম্পিউটার-মোবাইল ব্যবহার করার কারণে চোখের বারোটা বাজতে পারে। যদি এটা না চান, তা হলে রোজকার ডায়েটে রাখুন আমলকি।
এ ফলে উপস্থিত নানাবিধ উপকারি উপাদান শরীরে প্রবেশ করে দৃষ্টিশক্তির উন্নতি ঘটায়। সেই সঙ্গে চোখ থেকে পানি পড়া, চুলকানি এবং চোখ ফুলে যাওয়ার মতো সমস্যা দূর করে।

হজম ক্ষমতার উন্নতি
নিয়মিত আমলকি খেলে বদহজম নিয়ে চিন্তায় থাকতে হবে না। এতে রয়েছে প্রচুর মাত্রায় ফাইবার। এটি হজম ক্ষমতার উন্নতিতে বিশেষ ভূমিকা পালন করে।

সংক্রমণের আশঙ্কা কমে
ভিটামিন সি হলো সেই ব্রহ্মাস্ত্র, যা শরীরের রোগ প্রতিরোধক ব্যবস্থা মজবুত করে। কোনো জীবাণুই সেই দেয়াল ভেদ করে শরীরের ভেতরে প্রবেশ করতে পারে না। ফলে সংক্রমণের আশঙ্কা কমে। একই সঙ্গে আবহাওয়া পরিবর্তনের সময় সর্দি-কাশির ভয়ও দূর হয়।


ডায়াবেটিস হটায়
আমলকিতে ক্রোমিয়াম নামে একটি উপাদান থাকে, যা ইনসুলিনের কর্মক্ষমতা বাড়িয়ে দেয়। ফলে রক্তে শর্করার মাত্রা বাড়ার সুযোগই পায় না।

ক্যানসার প্রতিরোধ
ক্যানসারের মতো দূরারোগ্য রোগ প্রতিরোধে বিশ্বস্ত সেনাপতি হয়ে উঠতে পারে আমলকি। কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। এটি শরীরে উপস্থিত ক্ষতিকর উপাদান বের করে দেয়। ফলে ক্যান্সার সেলের জন্ম হয় না।
সর্বোপরি, নিয়মিত আমলকি খেলে স্বাভাবিকভাবেই সুস্থ জীবনের পথ প্রশস্ত হয়।