ঢাকা, ০১ জুলাই মঙ্গলবার, ২০২৫ || ১৬ আষাঢ় ১৪৩২
good-food
৬৬৭

খালি চোখেই দেখুন বৃহস্পতি-শনির মহাসংযোগ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:০৮ ২১ ডিসেম্বর ২০২০  

বৃহস্পতি ও শনি গ্রহের সংযোগের (গ্রেট কনজাংশন) বিরল দৃশ্য সোমবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা থেকেই খালি চোখে দেখা যাচ্ছে। এ সময় বৃহস্পতি ও শনি গ্রহের মাত্র ০.১ ডিগ্রি দূরত্ব ছিল (তুলনায় বলা যায় চাঁদের ব্যাস ০.৫ ডিগ্রি)। 

 

প্রায় ৪০০ বছর পর ঘটল ইতিহাসের পুনরাবৃত্তি। গ্যালিলিওর টেলিস্কোপ আবিষ্কারের ১৩ বছর পর, অর্থাৎ ১৬২৩ সালে শেষ বার এই দুই গ্রহকে এত কাছাকাছি দেখা গিয়েছিল।

 

জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, এটি এক বিরলতম ঘটনা। শনি ও বৃহস্পতি গ্রহের মধ্যে দূরত্ব ৭৬ কোটি কিলোমিটার। দু’টি গ্রহই  নিজের কক্ষপথে ঘুরে চলেছে। কিন্তু নিজের কক্ষপথে খাকাকালীন কেউ পূর্বে থাকে, তো কেউ পশ্চিমে থাকে। দীর্ঘদিন পর তারা এক জায়গায় এলো। যাকে বলা চলে ‘মহা সংযোগ’।

 

নাসা বলছে, সাধারণত শনি ও বৃহস্পতি দু’টি গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি অত্যন্ত বেশি। সেই কারণে গ্রহাণু হামলার হাত থেকে তারাই ছাতার মতো রক্ষা করে পৃথিবীকে। এই দুই গ্রহ নিজের শক্তির জোরে বেশির ভাগ গ্রহাণুকে নিজের দিকে টেনে নেয়। তারাই একসঙ্গে আসছে। এর সরাসরি প্রভাব পৃথিবীতে পড়বে না।

 

শনি ও বৃহস্পতি গ্রহের পরবর্তী মহাসংযোগ হতে পারে ২০৮০ সালের ১৫ মার্চ। টাইমস অব ইন্ডিয়া।

তথ্য-প্রযুক্তি বিভাগের পাঠকপ্রিয় খবর