ঢাকা, ২০ জানুয়ারি মঙ্গলবার, ২০২৬ || ৬ মাঘ ১৪৩২
good-food
২৯

চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:০৬ ১৯ জানুয়ারি ২০২৬  

চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব-৭ এর এক কর্মকর্তা নিহত হয়েছেন। একই ঘটনায় আরও তিনজন র‍্যাব সদস্য আহত হয়েছেন এবং জিম্মি রয়েছেন আরও তিন সদস্য।

সোমবার সন্ধ্যায় সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকার ছিন্নমূল বস্তিতে এ ঘটনা ঘটে।

নিহত র‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍্যাব-৭ এ কর্মরত ছিলেন। 

আহত র‍্যাব সদস্যদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জিম্মি থাকা সদস্যদের উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান চলছে।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার বিকেলে জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে যায় র‍্যাবের একটি দল। অভিযানের বিষয়টি টের পেয়ে স্থানীয় সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে র‍্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলায় চারজন র‍্যাব সদস্য গুরুতর আহত হন। আহতদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ডিএডি মোতালেবকে মৃত ঘোষণা করেন। আহত অন্য তিনজন বর্তমানে বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, জঙ্গল সলিমপুর এলাকাটি দীর্ঘদিন ধরে অপরাধপ্রবণ হিসেবে পরিচিত। এলাকাটিকে কার্যত একটি নিষিদ্ধ নগরীতে পরিণত করা হয়েছে, যেখানে প্রবেশের জন্য স্থানীয়দের বিশেষ পরিচয়পত্র প্রয়োজন হয়। বহিরাগতদের পাশাপাশি পুলিশ কিংবা জেলা প্রশাসনের কর্মকর্তাদের প্রবেশও সেখানে কঠোরভাবে নিয়ন্ত্রিত। এর আগেও একাধিকবার অভিযানে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভয়াবহ হামলার শিকার হয়েছে।

এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।