ঢাকা, ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ৩ আশ্বিন ১৪৩২
good-food
৫০৬

দেশে প্রথম ভ্যাকসিন নিচ্ছেন তিনি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:১৪ ২৬ জানুয়ারি ২০২১  

দেশের ইতিহাসে প্রথম করোনা ভ্যাকসিন নিচ্ছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু বেরোনিকা কস্তা। তার সঙ্গে আরও দুজন সিনিয়র স্টাফ নার্স মুন্নী খাতুন ও রিনা সরকার তা নেবেন।


বুধবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করবেন। ওই দিনই ২৫ জনকে করোনা টিকা দেওয়া হবে। 

 

সেই তালিকায় আছেন ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, পুলিশ ও আর্মি। এদের মধ্যে ৫ জনের টিকা দেওয়া দেখবেন প্রধানমন্ত্রী।


এছাড়া চিকিৎসক হিসেবে প্রথম ভ্যাকসিন নেবেন মেডিসিন কনসালটেন্ট ডা. আহমেদ লুৎফর মবিন। ভ্যাকসিনেটর হিসেবে ভ্যাকসিন পুশ করবেন সিনিয়র স্টাফ নার্স রুনা আক্তার ও দীপালি ইয়াসমিন।


প্রথম টিকা গ্রহীতা হিসেবে রুনু বেরোনিকার নাম রয়েছে। তবে তিনি শারীরিকভাবে অসুস্থ থাকলে অন্য দুজনের একজনকে প্রথমে তা দেয়া হবে।


রুনু বলেন, হাসপাতাল পরিচালক তাকে ডেকে পাঠিয়েছেন। তবে প্রথম টিকা গ্রহীতা হিসেবে তিনি তাৎক্ষণিকভাবে অনুভূতি জানাতে রাজি হননি।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর