ঢাকা, ২৪ আগস্ট রোববার, ২০২৫ || ৯ ভাদ্র ১৪৩২
good-food
১০৩৪

নতুন সংসদের প্রথম অধিবেশন আজ

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:৪২ ৩০ জানুয়ারি ২০১৯  

পুরনো ছবি

পুরনো ছবি

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে। বিকেলে এই অধিবেশনের মধ্য দিয়ে অভিষেক হবে নতুন সংসদের।

টানা তৃতীয়বার সংসদ নেতার আসনে বসতে যাচ্ছেন  আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দ্বিতীয়বারের মতো বিরোধী দলের আসনে বসছে জাতীয় পার্টি।

সংসদ সচিবালয় সূত্র জানায়, বুধবার বেলা ৩টায় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে একাদশ সংসদের প্রথম অধিবেশন বসবে।

অধিবেশনের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর শোক প্রস্তাব উত্থাপন ও আলোচনা হবে। অধিবেশনের প্রথম দিনে সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

অধিবেশনকে সামনে রেখে সংসদ ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রথম দিনে দর্শনার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়েছে। সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। অধিবেশনকে কেন্দ্র করে সংসদ ভবন জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। এরই মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে সংসদ সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া আওয়ামী লীগ সরকারি দল ও মাত্র ২২টি আসন নিয়ে বিরোধী দলের ভূমিকা পালন করতে চায় জাতীয় পার্টি। তবে আসন সংখ্যা কম হলেও জাতীয় পার্টির সদস্যরা সংসদে কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা।

আর্কাইভ বিভাগের পাঠকপ্রিয় খবর