ঢাকা, ০৭ জুলাই সোমবার, ২০২৫ || ২২ আষাঢ় ১৪৩২
good-food
২৭৯৬

বোরকা ছাড়াই শপিং মলে সৌদি তরুণী,সোশ্যাল মিডিয়ায় ঝড়!

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৩৫ ১৩ সেপ্টেম্বর ২০১৯  

পরনে নেই বোরকা, মাথা ঢাকা হয়নি সৌদি আবায়াতেও। চোখে সানগ্লাস, খোলা চুলে উজ্জ্বল লাল পোশাকের তরুণী হেঁটে চলেছেন নির্দ্বিধায়। এমন দৃশ্য দেখা গেল খোদ সৌদি আরবের রিয়াদের একটি শপিং মলে। হাই হিলে শরীরি ভঙ্গিমায় তার চালচলনে নেই কোনো সংকোচ। ধর্মের ‘পর্দা’ সরিয়ে সৌদির মতো মুসলিম রক্ষণশীল দেশে তরুণীর সেই ভাবমূর্তি ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে নেটজগতে। এ ঘটনায় তোলপাড় সোশ্যাল মিডিয়া।
প্রভাবশালী ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল এ নিয়ে বিস্তর খবর ছাপিয়েছে। সৌদি আরবের নানা ওয়েবসাইটেও ওই নারীর ছবি ভাইরাল হয়েছে। তবে সেগুলো তারা নাম বা পরিচয় প্রকাশ করেনি। সামাজিক প্রথানুযায়ী, সৌদি সমাজে একজন নারীকে মাথা থেকে পা পর্যন্ত বোরকা পরে বাইরে যেতে হয়। এমনকি কোনো নারী ভিন্ন ধর্মের হলেও। 
এর ভেতরে তরুণী যে কাণ্ড ঘটিয়েছেন, তা নিঃসন্দেহে দুঃসাহসিক বটে! তার এ আচরণ দুইভাবে দেখছেন সোশ্যাল অ্যাক্টিভিস্টরা। তবে বেশিরভাগই এ ঘটনার তীব্র সমালোচনা করছেন। অবশ্য কেউ কেউ বলছেন, ওই তরুণী বিপ্লব ঘটিয়েছেন।
সৌদি নারীদের এ ধরনের পোশাক-আশাকে চলাফেরা এবারই প্রথম নয়। এর আগে পাশ্চাত্য পোশাকে ক্য়াফেটেরিয়ার সামনে পোজ দিয়ে ছবি তুলে টুইটারে পোস্ট করে গ্রেফতার হন এক তরুণী। সেটা অবশ্য ২০১৬ সালে। 
পুলিশের দাবি, নৈতিকতার সীমা লঙ্ঘন করায় গ্রেফতার করে সেই তরুণীকে জেলে পাঠানো হয়। গেল বছর সৌদি প্রিন্স মুহাম্মদ বিন সালমান ঘোষণা করেন ভিশন-২০৩০। সেই ঘোষণাই ছিল কার্যত যুগান্তকারী। বিভিন্ন ক্ষেত্রে নারীদের নিয়োগের ওপর শতাব্দী প্রাচীন নিষেধাজ্ঞা তুলে নেয় সৌদি। 
এ ঘোষণার পরই বোরকার আড়াল থেকে বেরিয়ে আসতে শুরু করছেন দেশটির নারীরা। তাদের গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। বেসরকারি শিল্পক্ষেত্রে নারীদের নিয়োগ শুরু হয়। সরকারি টিভি চ্যানেল সৌদি টিভি ওয়ান-এ বোরকা ছাড়াই নিজের মুখ দেখান পেশাদার নিউজ অ্যাঙ্কর উইম আল দাখিল।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর