ঢাকা, ০৯ মে শুক্রবার, ২০২৫ || ২৬ বৈশাখ ১৪৩২
good-food
১৮৭

রোনালদোর স্বপ্ন ভেঙে ইতিহাস গড়ল মরক্কো

লাইফ টিভি 24

প্রকাশিত: ০২:৩৫ ১১ ডিসেম্বর ২০২২  

ফিফা বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে বিরাট বিপর্যয় ঘটিয়েছে মরক্কো। এই জয়ের ফলে সেমিফাইনালে উঠেছে দলটি। প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ চারে উঠে  ইতিহাস সৃষ্টি করল তারা। প্রথম আফ্রিকান দল হিসেবে ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে মরক্কো। এর আগে আফ্রিকার কোনও দেশ বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারেনি।

 

আল থুমামা স্টেডিয়ামে পরাজয়ের মধ্য দিয়ে এখানেই শেষ হয়ে গেল পর্তুগাল ও ক্রিশ্চিয়ানো রোনালদোর কাতার বিশ্বকাপের অভিযান। ম্যাচ শেষে স্টেডিয়াম ছাড়ার সময়ে কাঁদতে দেখা যায় তাকে। মরক্কোর আগে আফ্রিকার তিনটি দল কোয়ার্টার ফাইনালে উঠলেও প্রত্যেকেই পরাজয়ের মুখে পড়তে হয়েছিল।

 

১৯৯০ সালে ক্যামেরুন, ২০০২ সালে সেনেগাল এবং ২০১০ সালে ঘানা কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছিল। মরক্কো যেমন গর্বের ইতিহাস লিখল, তেমনই লজ্জার রেকর্ড গড়ল রোনালদোর পর্তুগাল। একই সঙ্গে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হেরেছে পর্তুগিজরা।

 

এর আগে দু'বার সেমিফাইনালে উঠেছে তারা। ১৯৬৬ সালে দক্ষিণ কোরিয়া কোয়ার্টার ফাইনালে পর্তুগালের কাছে ৫-৩ এবং ২০০৬ সালে পেনাল্টি শুটআউটে পর্তুগালের কাছে ৩-১ ব্যবধানে পরাজিত হয়েছিল ইংল্যান্ড।

 

অন্যদিকে এটি ছিল রোনালদোর পঞ্চম বিশ্বকাপ। তবে তিনি সব বিশ্বকাপে মোট আটটি নকআউট ম্যাচ খেলেছেন। এর কোনোটিতেই গোল করতে পারেননি। এর মধ্যে তৃতীয় স্থানের ম্যাচও রয়েছে। মোট পাঁচটি বিশ্বকাপে নকআউট পর্বে পিচে ৫৭০ মিনিট কাটিয়েছেন তিনি। কিন্তু কোনও গোল করেননি। এসময় ২৭ গোল করার চেষ্টা করেছিলেন সিআরসেভেন।

 

মনে করা হচ্ছে ৩৭ বছর বয়সী রোনালদোর এটাই শেষ বিশ্বকাপ। এরপর আর এই টুর্নামেন্টে দেখা যাবে না তাকে। এমন অবস্থায় বিশ্বকাপে কথিত শেষ ম্যাচে বিশেষ রেকর্ডের সমতাও করলেন তিনি। সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ডের সমান করেন নাম্বার ৭।

 

এটি রোনালদোর ১৯৬তম আন্তর্জাতিক ম্যাচ। তিনি কুয়েতের বাদের আল মুতাওয়ার রেকর্ডের সমান করেন। এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেও গোল করেছিলেন সিআরসেভেন। এছাড়া বিশ্বের প্রথম খেলোয়াড় যিনি বিশ্বকাপের পাঁচটি সংস্করণে গোল করেছেন।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর