ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
১১৭০

এক নজরে এডিস মশা’র গুরুত্বপূর্ণ তথ্য

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:০৬ ৪ আগস্ট ২০১৯  

রাজধানীসহ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে এডিস মশা। এই মশার ভয়ংকর কামড়ে হাজার হাজার মানুষ এখন ডেঙ্গুজ্বরে আক্রান্ত। মৃত্যু ঘটছে প্রচুর মানুষের। 

আসুন এক নজরে জেনে নেই ডেঙ্গু জ্বরের জন্য দায়ী এডিস মশা সম্পর্কে দরকারি কিছু তথ্য। 

•    পৃথিবীতে প্রায় সাড়ে ৩ হাজার প্রজাতির মশা রয়েছে।
•    পুরুষ ও স্ত্রী উভয় মশাই পানি, ফল ও ফুলের মধু খাবার হিসেবে গ্রহণ করে। তবে স্ত্রী মশা তার ডিমের পুষ্টির জন্য শোষণ করে রক্ত।
•    একটি মশা তার তিনগুণ ওজনের সমান রক্ত শোষণ করতে পারে।
•    জীবনচক্রে পুরুষ মশা বাঁচে প্রায় ১০ দিন। উপযুক্ত পরিবেশে স্ত্রী মশা বাঁচে ৬-৮ সপ্তাহ। তবে শীতযাপনের সময় ৬ মাসও এদের বেঁচে থাকা সম্ভব।
•    এডিস মশা দিনে কামড়ায়।