ঢাকা, ২০ ডিসেম্বর শনিবার, ২০২৫ || ৬ পৌষ ১৪৩২
good-food
২০০

ওমর সানীকে ‘স্যরি’ বললেন মৌসুমী

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:৩০ ৫ নভেম্বর ২০২৫  

৩ নভেম্বর ছিল প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন। এদিন সামাজিক যোগাযোগের মাধ্যম ও আরও নানা ভাবে মৌসুমীকে শুভেচ্ছা জানান জনপ্রিয় অভিনেতা ওমর সানী। এ দম্পতি শোবিজে দারুণ ইমেজ নিয়ে সংসার করছেন। তবে গেল দুই বছর যুক্তরাষ্ট্রে আছেন মৌসুমী। তাই জন্মদিনে পাশে থাকতে পারলেন না ওমর সানী।

 

জন্মদিনে নায়িকা ও স্ত্রী মৌসুমী দূরে থাকলেও ফেসবুকে ভালোবাসা জানিয়ে ওমর সানী লিখেছেন, ‘শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী। দূরে থেকেও আমরা কাছে, এটাই বাস্তব।’

 

এবার সোশ্যাল মিডিয়ায় ওমর সানীর জন্য বার্তা দিলেন মৌসুমী। ভিডিওতে ওমর সানীকে ধন্যবাদ জানিয়ে মৌসুমী বলেন, ‘‘সানী তুমি সারাদিন আমাকে নানা ভাবে সারপ্রাইজ করেছ। কিন্তু তখন আমি এতব্যস্ত ছিলাম, তোমাকে ধন্যবাদ জানাতে পারিনি। আমাদের এখানে সে সময় রাত, আর তুমি তো জানোই আমি তখন আম্মুকে নিয়ে ইমার্জেন্সিতে ছিলাম, তাই বের হতে পারিনি। আমি স্যরি।’’

 

ভিডিওর শেষে ‘কেয়ামত থেকে কেয়ামত’খ্যাত নায়িকা ভক্তদের উদ্দেশ্যে বলেন, ‘‘আপনারা সবাই সানীর পাশে থাকবেন। ও এখন আমাদের পরিবার থেকে একটু দূরে আছে। আপনাদের কাছেই আছে। সো আপনার তাকে একটু ভালোবাসা দেবেন।’’

 

২০২৩ সাল থেকে যুক্তরাষ্ট্রে আছেন মৌসুমী। মাঝে দেশে ফেরার কথা থাকলেও ফেরা হয়নি। তাই এবারের জন্মদিনও সেখানে উদ্‌যাপন করতে হচ্ছে। ওমর সানী মৌসুমী জুটির জনপ্রিয় কিছু সিনেমা হলো ‘আত্মঅহংকার’, ‘বাপের টাকা’, ‘দোলা’, ‘লজ্জা’, ‘লাট সাহেবের মেয়ে’, ‘গরীবের রানী’ ও ‘প্রথম প্রেম’।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর