ঢাকা, ০৩ নভেম্বর সোমবার, ২০২৫ || ১৯ কার্তিক ১৪৩২
good-food
১৯

নির্বাচনে জিতলে ‘দুই বাংলা’ এক করার ঘোষণা বিজেপি নেতার

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:২১ ৩ নভেম্বর ২০২৫  

ভারতের পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন (এসআইআর) নিয়ে বর্তমানে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বেড়ে চলেছে। রাজ্যের বিরোধী দল বিজেপির অভিযোগ, ভোটের মাঠে ‘বাংলাদেশ থেকে অবৈধ উপায়ে আসা’ মানুষেরাই তৃণমূলের শক্তি।

 

কিন্তু এবার পশ্চিমবঙ্গের রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ কর্মকার এবার বিপরীত কথাই বললেন। মটিয়ারি বানপুরে অনুষ্ঠিত বিজেপির এক সাংগঠনিক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “কথা দিচ্ছি, এবারের ভোটে আমরা জিতলে বাংলাদেশের সঙ্গে আর কাঁটাতার রাখব না। আগেও এক ছিল দুই বাংলা, আবার এক হয়ে যাবে।”

 

হিন্দুস্তান টাইমসে রবিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সাংসদ জগন্নাথ সরকারের এই মন্তব্য গেরুয়া শিবিরের অভ্যন্তরে চরম অস্বস্তি সৃষ্টি করেছে। সভার অন্যান্য অংশে নতুন কর্মীদের যোগদানের কারণে দলের শক্তি বৃদ্ধি হয়েছে বলে দাবি করা হলেও, এই মন্তব্য দলীয় নেতাদের মধ্যে নীরব চাপ সৃষ্টি করেছে।

 

এর কারণ- বিজেপির দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে, পশ্চিমবঙ্গ একটি সীমান্তবর্তী রাজ্য হওয়ায় বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ব্যাপকভাবে ঘটছে এবং জনবিন্যাস পরিবর্তনের বিষয়টি নিয়ে দিল্লি ও রাজ্যের বিজেপি নেতারা নিয়মিত অভিযোগ করে আসছেন। অনুপ্রবেশের পেছনে রাজ্যের শাসক দল তৃণমূলের পরোক্ষ সহায়তা রয়েছে।

 

বিজেপি দল অনুপ্রবেশ প্রতিরোধকে নিজেদের প্রধান নির্বাচনী হাতিয়ার হিসেবে দেখাচ্ছে। সেই প্রেক্ষাপটে দলের অভ্যন্তরে সীমান্ত সুরক্ষা ও অনুপ্রবেশ প্রতিরোধের বিষয়ে সর্বস্তরের নেতাদের জোরালো বক্তব্যের মধ্যে সংসদের এমন স্পর্শকাতর মন্তব্য প্রকাশ্যে আসায় দলেরই অস্বস্তি রাজনৈতিক মহলে ব্যাপকভাবে আলোচনা সৃষ্টি করেছে।

 

তার এই বক্তব্যের প্রেক্ষিতে তৃণমূলের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলেন, “জগন্নাথের মন্তব্যে বিজেপির দ্বিচারিতাই প্রকাশ্যে এল। তারা একদিকে বলছে অনুপ্রবেশ বন্ধ করতে হবে। অন্য দিকে তারাই বলছে, কাঁটাতার তুলে দেবে। তাদের এই দ্বিচারিতা বাংলার মানুষ বুঝে নেবে।”]০নৎ;,

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর