ঢাকা, ০৬ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২২ কার্তিক ১৪৩২
good-food

যাকে ভয় পেতেন, তার নায়িকা মৌ খান

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:৫৮ ৬ নভেম্বর ২০২৫  

ঢালিউডের গ্ল্যামারকন্যা মৌ খান। ‘প্রতিশোধের আগুন’ সিনেমার মধ্য দিয়ে বড়পর্দায় আসেন তিনি। তবে তার অভিনীত প্রথম সিনেমা ছিল ‘বান্ধব’। মুক্তির দিক থেকে এটি তার পাঁচ নাম্বার সিনেমা। সম্প্রতি সিনেমাটি মুক্তি পেয়েছে।

 

এ অভিনেত্রী এর মধ্যে ডিপজলের সঙ্গে জুটি বেঁধে ‘অমানুষ হলো মানুষ’ ও ‘যেমন জামাই তেমন বউ’সিনেমায় কাজ করেছেন। ডিপজলের সঙ্গে কাজের অভিজ্ঞতাও দারুণ বলে জানান মৌ।

 

তার ভাষ্য, ‘‘আমি ছোটবেলায় ডিপজল ভাইকে সিনেমায় ভিলেন চরিত্রে দেখে আসছি। তার ভয়ংকর অভিনয়ে প্রায় সবাই ভয় পেত। পরবর্তীতে আমি যখন সিনেমায় আসি তখন তিনি সিনেমার সংখ্যা কমিয়ে দেন। তবু এরমধ্যে আমার কাজ করার সুযোগ হয়েছে।’’

 

মৌ বলেন, ‘‘ডিপজল ভাইয়ের সঙ্গে সিনেমার প্রস্তাবে আমি প্রথমে খুব নার্ভাস হই। ছোটবেলায় তাকে দেখার দৃশ্যগুলো তখন আমার চোখের সামনে ভাসতে থাকে। পরবর্তীতে তবু কাজ করার সিদ্ধান্ত নিই। শুটিংয়ের আগের রাত ভাইয়ার সঙ্গে আমার প্রথম দেখা হয়। প্রথম দেখাতেই আমার সব চিন্তা বদলে যায়। ভিলেন চরিত্রে যেমন দেখেছি বাস্তবে তিনি সম্পূর্ন তার ব্যতিক্রম। খুব আস্তে কথা বলেন। সহজে সবাইকে আপন করে নিতে পারেন তিনি।’’

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর