ঢাকা, ০৫ নভেম্বর বুধবার, ২০২৫ || ২১ কার্তিক ১৪৩২
good-food

ব্যালটে মামদানির নাম দুইবার, জেতানোর চক্রান্ত বলছেন মাস্ক

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:২৪ ৫ নভেম্বর ২০২৫  

নিউ ইয়র্কে মুসলিম প্রার্থী জোহরান মামদানিকে মেয়র হিসেবে নির্বাচিত করতে পক্ষপাতিত্ব করেছে নির্বাচন কমিশন। এই অভিযোগ এনেছেন বিশ্বের শীর্ষধনী ইলন মাস্ক। তিনি মঙ্গলবার একাধিক টুইট পোস্টে মেয়র ইলেকশনের ব্যালট পেপারের ছবি শেয়ার করেন। সেখানে দেখা যায়- প্রত্যেক প্রার্থীর নাম একবার থাকলেও জোহরান মামদানির নাম দুইবার দেওয়া হয়েছে। এর মধ্যে একবার একদম শুরুর দিকে।

 

এমনই এক ব্যালটের ছবি প্রকাশ করা পলিমার্কেটের একটি পোস্ট শেয়ার দিয়ে মাস্ক লিখেন, “তার নাম ব্যালটে দুইবার দেওয়া হয়েছে, সম্ভবত সে দুইবার জিততে পারবে।” ইলন মাস্কের অনেক অনুসারীও ব্যালট পেপারে এক প্রার্থীর নাম দুইবার থাকার বিষয়টির কঠোর সমালোচনা করেছেন।  

ব্যালট পেপারের এ ও ডি পজিশনে মামদানির নাম দুইবার এসেছে। তবে মামদানির সমর্থকরা বলছেন, তার নাম ব্যালট পেপারে দুইবার আসার প্রধান কারণ তিনি ‘ডেমোক্রেট’ ও ‘ওয়ার্কিং ফ্যামেলিজ পার্টি’ এই দুই দলের প্রার্থী হয়ে মেয়র নির্বাচন করছেন।

 

এক্সের নিজস্ব ফ্যাক্ট চেকও একই কথা বলছে। কিন্তু রিপাবলিকান সমর্থকরা বলছেন, এটি মেয়র নির্বাচন- কোনো যুক্তিতেই ব্যালটে একজন প্রার্থীর নাম দুইবার থাকতে পারে না। সেক্ষেত্রে তার ভোটও দুই ভাগ হয়ে যাওয়া উচিত।

 

এ ছাড়াও নির্বাচনে জাল ভোটের অভিযোগও করছেন অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে- ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো পরিচয়পত্র যাচাই করা হয়নি। এমন পরিস্থিতিতে শহরের নির্বাচন কমিশন জানিয়েছে, ১৯৮৯ সালের পর এবারই প্রথম ২০ লাখেরও বেশি ভোট পড়েছে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর