ঢাকা, ০৩ নভেম্বর সোমবার, ২০২৫ || ১৯ কার্তিক ১৪৩২
good-food

শাকিব খান চমকের বড় উদাহরণ: চঞ্চল চৌধুরী

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:০৯ ৩ নভেম্বর ২০২৫  

গেল এক যুগে সিনেমায় নতুন অনেক নায়ক এসেছেন। তাদের অনেকে অল্প সময়ে যেমন জনপ্রিয় হয়েছেন, তেমনি কেউ কেউ হারিয়েও গেছেন। তবে এক্ষেত্রে শাকিব খান ব্যতিক্রম। দুই যুগের বেশি সময় ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। নতুন নতুন চরিত্রে দর্শকের মনে দাগ কাটছেন এই অভিনেতা।

 

কিং খানের এই টিকে থাকা নিয়ে মুখ খুললেন দুই পর্দার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনি বলেন, “অভিনয় মানে চমক। যদি কোনো অভিনেতা চমক দেখাতে ব্যর্থ হন তখন তার অভিনয় দর্শক আর দেখতে চান না।”

 

চঞ্চল যোগ করেন, “দর্শক তখন বলেন দেখেছি তো, একই রকম অভিনয় করে।” শাকিব খানকে চমকের উদাহরণ দিয়ে চঞ্চল চৌধুরী বলেন, “আমার ভাই শাকিব খান যেভাবে নতুন নতুন রূপে আসছেন, রেকর্ড গড়ছেন সে কারণে দর্শক তাকে দেখছেন।”

 

তিনি আরও বলেন, “এখন আমরা যারা কাজ করছি, বিশেষ করে নিশো, মোশাররফ করিম বা আমি নিজের জায়গা থেকে নতুন নতুন কিছু করার চেষ্টা করছি।”

 

চঞ্চল চৌধুরীকে গেল ঈদে 'ইনসাফ' ও 'উৎসব' সিনেমায় দেখা গেছে। তার হাতে এখন ‘দম’ শিরোনামের নতুন একটি সিনেমা আছে। এ সিনেমায় আরও অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও অভিনেত্রী পূজা চেরী। এটি পরিচালনা করছেন রেদওয়ান রনি।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর