ঢাকা, ১৬ আগস্ট শনিবার, ২০২৫ || ৩১ শ্রাবণ ১৪৩২
good-food
১০২৭

একুশে বইমেলা স্থগিতের প্রস্তাব

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:০১ ১১ ডিসেম্বর ২০২০  

কোভিড-১৯ মহামারির উদ্ভুত পরিস্থিতিতে আসন্ন অমর একুশে বইমেলা স্থগিতের ব্যাপারে আগে থেকেই বলা হচ্ছিল। তবে এ সংক্রান্ত একটি প্রস্তাব দিয়েছে মাসব্যাপী এই বইমেলার আয়োজক সংস্থা বাংলা একাডেমি। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার থাকলেও ২০২১ সালের বইমেলা স্থগিতের প্রস্তাবনা সংস্কৃতিবিষক মন্ত্রণালয়ে পাঠিয়েছে তারা। 

 

শুক্রবার (১১ ডিসেম্বর) বাংলা একাডেমির মহাপরিচালক (ডিজি) কবি হাবীবুল্লাহ সিরাজী সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

 

কবি হাবীবুল্লাহ সিরাজী বলেন, করোনা পরিস্থিতিতে বইমেলা না করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রস্তাবনা পাঠিয়েছি। যদি মন্ত্রণালয় অনুমোদন দেয় তাহলে সেটা কার্যকর হবে। করোনার কারণে আমরা এই প্রস্তাবনা পাঠিয়েছি। আগামী ১৩-১৪ ডিসেম্বর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে উল্লেখ করেন তিনি।

শিল্প-সাহিত্য বিভাগের পাঠকপ্রিয় খবর