ঢাকা, ০৮ ডিসেম্বর সোমবার, ২০২৫ || ২৩ অগ্রাহায়ণ ১৪৩২
good-food
১০৬২

করোনায় প্রকাশক মাহফুজুল হকের মৃত্যু

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:০১ ২৩ জুলাই ২০২০  

 করোনা আক্রান্ত হয়ে চলে গেলেন প্রকাশনা সংস্থা সুবর্ণ’র স্বত্ত্বাধিকারী আহমেদ মাহফুজুল হক (ইন্নালিল্লাহি ওয়া .... রাজিউন)। বৃহস্পতিবার বিকালে রাজধানীর আজগর আলী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭২ বছর।

বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ তার মৃত্যুর খবর নিশ্চিত করেন । 


ফরিদ আহমেদ বলেন, ‘বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি। দেশের সৃজনশীল প্রকাশনা জগতের উজ্জ্বল নক্ষত্র ছিলেন। তার মৃত্যুতে প্রকাশক সমাজ শোকাহত। 
 জানা গেছে, বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন আহমেদ মাহফুজুল হক। প্রায় দুই সপ্তাহ তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

শিল্প-সাহিত্য বিভাগের পাঠকপ্রিয় খবর