ঢাকা, ১৮ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১
good-food
১৬০৪

ক্ষমা চেয়ে মুক্তি পেলেন সালমান মুক্তাদির

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:২১ ২০ ফেব্রুয়ারি ২০১৯  

দেশের আলোচিত-সমালোচিত ইউটিউবার সালমান মুক্তাদিরকে মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করেছে সাইবার ক্রাইম ইউনিট। ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বারের সেইফ ইন্টারনেট স্লোগানকে সামনে রেখে সালমান মুক্তাদিরকে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিলে বুধবার সালমান মুক্তাদির ফেসবুক লাইভে এসে বক্তব্য দেন। বক্তব্যে তিনি বলেন, ‘ইউটিউবে আমার একটি গান ছিল অভদ্র প্রেম। যে গানটি বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বেশি তর্ক-বিতর্কের সৃষ্টি করে তার জন্য সাইবার ডিপার্টমেন্ট আমার সঙ্গে যোগাযোগ করে এবং জানায় যে, এটি আমাদের মূল্যবোধের সঙ্গে যায় না। সেটি ডিলেট করার জন্য বলেন। আমি ইউটিউব থেকে ডিলেট করে দেই। গানটার যে ভিডিও ছিল তা কোনভাবেই গ্রহণযোগ্য না। গানটা আমি নতুন করে আমাদের দেশের সংস্কৃতির সঙ্গে যায় এমন করে তৈরি করতে চাই।’

তিনি বলেন, ‘নিরাপদ ইন্টারনেটের যে ক্যাম্পেইন হচ্ছে তার আমি পুরোপুরি সমর্থন করছি। আশাকরি আমি ঐ ক্যাম্পেইনের একজন অ্যাম্বাসেডর হতে পারবো। অংশগ্রহণ করতে পারবো। সবাইকে আমন্ত্রণ জানাবো এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করার জন্য এবং সাধুবাদ জানাবার জন্য।’

শেষে তিনি বলেন, ভবিষ্যতে আপনাদের কোনো চাওয়া কিংবা কোনো পরামর্শ থাকে তাহলে আপনারা আমাকে জানাবেন।

সাক্ষাৎকার বিভাগের পাঠকপ্রিয় খবর