ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১
good-food
১৬৮৪

কয়েলের ধোঁয়ায় বাড়ছে ফুসফুস ও হার্টের রোগ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩১ ১৪ মার্চ ২০১৯  

চারদিক মশার উপদ্রব।  মশা মারার কয়েলের ধোঁয়া মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর।  এতে প্রতিনিয়তই বাড়ছে মানুষের হার্ট ও ফুসফুসের রোগ। 

মশা মারতে আপনি তো আর বাড়িতে কামান দাগতে পারেন না।  অগত্যা মশা মারার কয়েল।  সেই কয়েল ব্যবহার করে মশা মারতে গিয়ে ডেকে আনছেন নিজের মৃত্যু।  শ্বাস, কাশি, ফুসফুসের সমস্যা।  ফুসফুসের ক্যানসারের সম্ভাবনা ৪০ শতাংশ বাড়িয়ে দেয়। কয়েলের সূক্ষ্ম গুঁড়ো শ্বাসনালি এবং ফুসফুসের পথে গিয়ে জমা হয়। 

দীর্ঘদিন ব্যবহারে চোখের ভয়ানক ক্ষতি হয়।  মানুষের শরীরে স্লো পয়জনিং করে।  হার্টের সমস্যা দেখা দেয়।  প্রায় সমস্ত মশার কয়েলেই থাকে অ্যালেট্রিন।  এটি মস্তিষ্ক ও রক্তের ভেদ্যতা বাড়িয়ে দেয়।  কয়েলের ধোঁয়া শিশুদের জন্য আরও বেশি বিপজ্জনক বলে দাবি বিশেষজ্ঞদের।