ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
১৯৬২

গর্ভকালীন শিক্ষা কেন জরুরি ?

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:৪১ ১৯ ফেব্রুয়ারি ২০১৯  

একজন মহিলার গর্ভাবস্থা, প্রসাবাবস্থা ও প্রসবোত্তর সময়ের শারীরিক বা স্বাস্থ্য অবস্থাকেই বলা হয়  মাতৃস্বাস্থ্য।

এ সেবার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে - পরিবার পরিকল্পনা, গর্ভকালীন সেবা, প্রসবকালীন সেবা ও প্রসবোত্তর সেবা।

বাংলাদেশসহ অনেক দেশেই এখন মাতৃ মৃত্যুহার হ্রাস পাচ্ছে। বিশ্বব্যাপী এ মৃত্যুর হার কমে এলেও বাংলাদেশে দরিদ্র সম্প্রদায়ের মধ্যে এখনও রয়েছে এর প্রবণতা।

মায়েদের মৃত্যুর প্রভাব, দুর্বল পরিবার এবং সেই পরিবারের শিশুদের ওপর গিয়ে পড়ে। যদি জন্মগ্রহণ করা শিশু বেঁচে থাকে তাহলে সে দ্বিতীয় জন্মদিনে পৌঁছানোর আগেই মারা যায়।

 

মাতৃত্বকালীন মৃত্যুর হার প্রতিরোধ করার জন্য দরকার চারটি অত্যাবশ্যকীয় উপাদান।

প্রথমতঃ গর্ভকালীন সেবা - মায়ের যত্ন ও গর্ভস্থ শিশুর বৃদ্ধি বিকাশ সম্পর্কিত সেবা প্রদান করাকে গর্ভকালীন সেবা বলে।

দ্বিতীয়তঃ ডাক্তার, নার্স অথবা দক্ষ কর্মী দ্বারা জরুরিবস্থায় সেবা নিশ্চিতকরণ।

তৃতীয়তঃ জরুরি যোগাযোগ ব্যবস্থা।

চতুর্থত: প্রসবোত্তর সেবা - মায়ের প্রসব পরবর্তী স্বাস্থ্য সেবার সঙ্গে সম্পৃক্ত সেবাকে প্রসবোত্তর সেবা বলে। এই সময় রক্তপাত, সেপসিস এবং হাইপারটেনজিকাল ডিসঅর্ডার ঘটতে পারে। এটা সদ্য জন্মগ্রহণকারী নবজাতকের জন্য অত্যন্ত বিপজ্জনক।

সুতরাং প্রসবোত্তর সময়ে একজন স্বাস্থ্যকর্মী দ্বারা মা ও শিশু উভয়ের স্বাস্থ্যের মূল্যায়ন খুবই জরুরি।  

 

জন্মপূর্বকালীন যত্ন প্রাথমিক মাতৃ স্বাস্থ্যসেবার একটি গুরুত্বপূর্ণ অংশ। একজন মায়ের কমপক্ষে চারটি প্রসবোত্তর পরিদর্শন লাভের সুপারিশ করা হয়। যেখানে একজন স্বাস্থ্যকর্মী অসুস্থ স্বাস্থ্যের লক্ষণগুলো পরীক্ষা করতে পারে - যেমন কম ওজন, অনিয়ম বা সংক্রমণ এবং ভ্রূণের স্বাস্থ্য নিরীক্ষণ ইত্যাদি।

এই পরিদর্শনের সময়, নারীদের তাদের স্বাস্থ্য উন্নতির জন্য পুষ্টি এবং স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেয়া হয়। জরুরি অবস্থায় করণীয় বিষয় সম্পর্কে জন্ম পরিকল্পনা গড়ে তোলার আলোচনা করতে পারে।

কারণ দারিদ্র্য, অপুষ্টি শিশুর আচরণগত সমস্যাগুলির কারণ হতে পারে।

অন্য কথায়, যদি একজন মা প্রসবপূর্ব সময়ে (যখন তিনি গর্ভবতী হয়) অনুকূল স্বাস্থ্যের অধিকারী না হন তাহলে শিশুর স্বাস্থ্য বা বিকাশগত সমস্যাগুলোর আশংকা বেশি হয়, এমনকি মৃত্যু পর্যন্ত হয়।

আর তাই মাতৃস্বাস্থ্য, গর্ভাবস্থায় মা-শিশুর পরিচর্যা খুবই জরুরি।