ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
২৯২

‘চট্টগ্রাম মেডিকেলের চিকিৎসক-নার্সদের নোবেল দেয়া উচিত’

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০৩ ১৬ অক্টোবর ২০১৯  

চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) সেবায় নিয়োজিত চিকিৎসক-নার্সদের নোবেল পুরস্কার দেয়া উচিত বলে মনে করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। বুধবার দুপুরে চমেক হাসপাতালের হৃদরোগ বিভাগের ১৫ শয্যার সিসিইউ-২ স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আ জ ম নাছির উদ্দীন বলেন, হাসপাতালের অনুমোদিত শয্যা সংখ্যা ১৩০০টি। সেই তুলনায় জনবল অনেক কম। বহু পদ শূন্য আছে। সেই জনবল দিয়ে ৩ থেতে সাড়ে ৩ হাজার রোগিকে সেবা দিতে হয়। বহির্বিভাগেও প্রায় সাড়ে ৩ হাজার রোগিকে সেবা দিতে হয়। আমি মনে করি, আমাদের মেডিকেলে রোগির সেবায় নিয়োজিত চিকিৎসক-নার্সদের নোবেল দেয়া উচিত।
এখানকার চিকিৎসক-নার্সরা সর্বদা রোগির সেবায় কাজ করলেও মাঝে মধ্যে রোশানলে পড়তে হয়। কোনও চিকিৎসক ভুল চিকিৎসা করলেই সবাইকে বিরূপ পরিস্থিতির শিকার হতে হয়। এ নিয়ে ফলাও হয়ে সংবাদ হয়।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, কোন চিকিৎসক ভুল চিকিৎসা করেছেন, আগে এটা সম্পর্কে নিশ্চিত হোন। পরে ওই ব্যক্তিকে টার্গেট করুন। তার বিরুদ্ধে কথা বলুন। উনার বিরুদ্ধে সংবাদ পরিবেশন করুন। গোটা চিকিৎসব সমাজের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করা যায় না। আমাদের দেশে কোনও চিকিৎসা ব্যবস্থা নেই। আমাদের এখানে কোনও কিছু হয় না। এভাবে বলা উচিত নয়।

বেসরকারি প্রতিষ্ঠান তাহের ব্রাদার্স লিমিটেডের সৌজন্য সিসিসিইউ-২ ইউনিটটি স্থাপন করা হয়েছে। এসময়ে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহসিন উদ্দিন আহমেদ, বিএমএ চট্টগ্রামের সভাপতি ডা. মুজিবুল হক খান, মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. নাসির উদ্দিন মাহমুদ ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদসহ অন্য ব্যক্তিরা।