ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১
good-food
৪০২

ট্রাম্পের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:১৫ ২৫ জানুয়ারি ২০২১  

সদ্য বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।  বৃহস্পতিবার ফ্লোরিডার ব্যাংকস ইউনাইটেড এই ঘোষণা দিয়েছে। গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার পর অনেক প্রতিষ্ঠানই ট্রাম্প এবং তার প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে। এই তালিকায় ফ্লোরিডার ব্যাংকটি যুক্ত হলো।

 

ট্রাম্পের আর্থিক বিবরণীতে এর আগে জানানো হয়েছিল, ব্যাংকস ইউনাইটেডে তার দু’টি অর্থবাজার হিসাব রয়েছে। এই দু’টি হিসাবে প্রায় ৫১ লাখ থেকে দুই কোটি ৫২ লাখ ডলার রয়েছে। ব্যাংকস ইউনাইটেড মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টকে জানিয়েছে, ট্রাম্পের সঙ্গে আমাদের আর কোনো জমা সম্পর্ক নেই। অবশ্য হিসাব দু’টি বন্ধ করার কারণ ব্যাখ্যা করেনি কর্তৃপক্ষ।

 

গত সপ্তাহে প্রফেশানল ব্যাংক নামে ফ্লোরিডার আরেকটি আর্থিক প্রতিষ্ঠান জানিয়েছিল, তারা ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে। নিউ ইয়র্কের সিগনেচার ব্যাংক ও ডাচেস ব্যাংকও একই রকম ঘোষণা দিয়েছে। -দ্য হিল

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর