ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১
good-food
৭৩৭

ঢাকার ৯৩ শতাংশ ফার্মেসিতেই মেয়াদোত্তীর্ণ ওষুধ !

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৫৯ ১০ জুন ২০১৯  

 রাজধানী ঢাকার ৯৩ শতাংশ ফার্মেসিতেই রাখা হয় মেয়াদোত্তীর্ণ ওষুধ।

এমন পিলে চমকানো তথ্য দিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপপরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার।

গেল ৬ মাসের প্রতিবেদন পর্যালোচনা করে এমন চিত্র পাওয়া গেছে বলে জানালেন তিনি।  

আজ সোমবার খামারবাড়িতে বাংলাদেশ সুপার মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘বিশ্ব নিরাপদ খাদ্য দিবসশীর্ষক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, আমাদের নিয়মিত বাজার তদারকির বিগত ৬ মাসের প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, ঢাকা শহরের প্রায় ৯৩ শতাংশ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি হচ্ছে।

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ভোক্তা আইনের বিভিন্ন ধারায় অনেক প্রতিষ্ঠানকে জরিমানা করার পাশাপাশি কয়েকটি সাময়িকভাবে বন্ধ করে দেয়ার কথাও জানান তিনি।

তিনি বলেন, এ ধরনের প্রতারণা রোধে অধিদফতরের পক্ষ থেকে সারাদেশেই তদারকি টিম গঠন করা হয়েছে। তদারকি টিম কখনও ক্রেতা সেজে, আবার কখনও ঝটিকা অভিযানের মাধ্যমে ফার্মেসিগুলোর কার্যক্রম নজরদারির আওতায় রেখেছে।