ঢাকা, ২৪ আগস্ট রোববার, ২০২৫ || ৯ ভাদ্র ১৪৩২
good-food
৪০১

তুরস্কের ভূমিকম্পে মুছে গেল ইতিহাস

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৫৪ ১৬ ফেব্রুয়ারি ২০২৩  

ভূমিকম্পে তুরস্ক এবং সিরিয়া মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি। কংক্রিটের তলায় এখনও আটকে রয়েছে মানুষ। উদ্ধারকাজও চলছে এখনও। এই ভূমিকম্পে ভেঙে পড়েছে তুরস্কের দু’হাজার বছরের পুরনো ইতিহাস।

 

গাজ়িয়ানতেপ কেল্লা। এই দুর্গের সঙ্গে আষ্টেপৃষ্টে জড়িয়ে রয়েছে তুরস্কের ইতিহাস। দু’হাজার বছর ধরে গাজ়িয়ানতেপ শহরের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে ছিল কেল্লাটি। দেশের চিত্র বদল হতে দেখেছে অনবরত। কিন্তু সোমবারের ভয়ানক কম্পন যেন দুর্গের বিনাশ ডেকে আনল।

 

ভূমিকম্পের ফলে গাজ়িয়ানতেপ কেল্লার অধিকাংশ ধ্বংস হয়ে গিয়েছে। পূর্ব, দক্ষিণ-পূর্ব এবং দক্ষিণ অংশ সম্পূর্ণ ধসে গিয়েছে। দুর্গের কিছু প্রাচীর ভেঙে পড়েছে। প্রাচীরের অন্যান্য অংশগুলিও ক্ষতিগ্রস্ত। লোহার তৈরি বেড়াগুলিও ভেঙে পড়েছে।

 

গাজ়িয়ানতেপ কেল্লা ভেঙে পড়ায় শোকস্তব্ধ তুরস্কের নাগরিকেরা। রাস্তায় নেমে অনেকে এই ধ্বংসাবশেষের ছবি তুলেছেন।

 

গাজ়িয়ানতেপ কেল্লাটি তুরস্কের গাজ়িয়ানতেপ শহরের মধ্যভাগে অবস্থিত ছিল। ২০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দ নাগাদ এই কেল্লাটি নির্মাণ করা হয়েছে বলে ইতিহাসবিদদের দাবি। বর্তমান তুরস্কের আনাতোলিয়া অঞ্চলে হিটাইট সাম্রাজ্যের রাজত্ব চলাকালীন এই কেল্লাটি পর্যবেক্ষণ কেন্দ্র হিসাবে ব্যবহৃত হত।
১২টি উঁচু দুর্গও রয়েছে গাজ়িয়ানতেপ কেল্লায়। তৎকালীন রোমের সেনারা এই দুর্গগুলি প্রতিরক্ষার জন্য ব্যবহার করতেন।

 

১৫১৬ খ্রিস্টাব্দে অটোমান সাম্রাজ্যের শাসকেরা গাজ়িয়ানতেপ কেল্লাটি দখল করে। সেই কারণেই গাজ়িয়ানতেপ শহরের সবচেয়ে উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্রের তালিকায় এই কেল্লার নাম রয়েছে।

আর্কাইভ বিভাগের পাঠকপ্রিয় খবর