ঢাকা, ০৬ মে সোমবার, ২০২৪ || ২৩ বৈশাখ ১৪৩১
good-food
৪১০

২০২১ থেকে শ্রেণিকক্ষেই মূল্যায়ন

তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা নয়

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:২৩ ৫ সেপ্টেম্বর ২০১৯  

২০২১ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক শিক্ষায় নতুন পাঠ্যক্রম প্রণয়ন করা হবে। এ কথা জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম-আল-হোসেন বললেন, ২০২১ সাল থেকে প্রথম শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত প্রথম, দ্বিতীয় সাময়িক ও বার্ষিক পরীক্ষা থাকছে না। এর পরিবর্তে সারা বছর শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সচিব বলেন, প্রাথমিকের শিক্ষার্থীদের ওপর পরীক্ষার চাপ কমাতে আমরা প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত নিই। ২০২১ সালে নতুন পাঠ্যসূচিতে শিক্ষা কার্যক্রম শুরুর আগে ২০২০ সালে পরীক্ষামূলকভাবে ১০০ স্কুলে এ ব্যবস্থা চালু হবে।

সচিব বলেন, এসব বিদ্যালয়ে মাসিক ক্লাস পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করে প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত উত্তীর্ণ করা হবে। তবে চতুর্থ শ্রেণি থেকে বার্ষিক পরীক্ষা আয়োজন করা হবে।
তিনি বলেন, শুধু পড়াশোনা নয়, শিক্ষার্থীর আচার-আচরণসহ সব বিষয় মূল্যায়ন করে গ্রেড দেওয়া হবে।

শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করার বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, ‘এটি প্রক্রিয়াধীন।’ 
বিভিন্ন মন্ত্রণালয়ে ফাইল চালাচালি চলছে বলেও তিনি জানান।
জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুযায়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা না রাখার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিশুদের ওপর পরীক্ষার চাপ কমানোর জন্য তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা না নেয়ার এই নির্দেশনা ছিল। 

শিক্ষা বিভাগের পাঠকপ্রিয় খবর