ঢাকা, ১৫ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৬ || ১ মাঘ ১৪৩২
good-food
৫৭

থাইল্যান্ডে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৩২

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:১৯ ১৪ জানুয়ারি ২০২৬  

থাইল্যান্ডে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৬৬ জন মানুষ। আহতদের মাঝে এক বৃদ্ধসহ ৭ জনের অবস্থা আশাঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনা বলা হয়, বুধবার রাজধানী ব্যাংকক থেকে উত্তর-পূর্বাঞ্চলের উবন রাতচাথানি প্রদেশগামী একটি যাত্রীবাহী ট্রেনের ওপর নির্মাণাধীন উচ্চগতির রেল প্রকল্পের একটি ক্রেন ভেঙে পড়লে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল ছিল নাখোন রাতচাসিমা প্রদেশের সিখিও জেলা। এলাকাটি ব্যাংকক থেকে প্রায় ২৩০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

স্থানীয় সংবাদমাধ্যম ‘দ্য নেশন’ জানিয়েছে, থাই-চীন হাই-স্পিড রেল প্রকল্পের একটি বিশাল কংক্রিট ব্লক উত্তোলনের সময় ৪শ টন ওজনের ক্রেনটি ভারসাম্য হারিয়ে ট্রেনের ওপর আছড়ে পড়ে। এর ফলে ট্রেনের অন্তত তিনটি বগি লাইনচ্যুত হয় এবং একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দুর্ঘটনার কবলে পড়া ট্রেনটিতে ১৭১ থেকে ১৯৫ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদের অধিকাংশ ছিলেন শিক্ষার্থী ও শ্রমিক।

স্টেট রেলওয়ে অফ থাইল্যান্ড এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে এবং সংশ্লিষ্ট নির্মাণ প্রতিষ্ঠান ‘ইটালিয়ান-থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেড’ এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।

প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছে এবং নিহত ও আহতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ ও সহায়তা প্রদানের অঙ্গীকার করেছে। দুর্ঘটনার পর উত্তর-পূর্বাঞ্চলীয় রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, “প্রথমে কংক্রিটের ছোট ছোট টুকরো পড়তে শুরু করে। এরপর ধীরে ধীরে পুরো ক্রেনটি ট্রেনের ওপর আছড়ে পড়ে। পুরো ঘটনাটি এক মিনিটেরও কম সময়ে ঘটেছিল।”

দুর্ঘটনায় বেঁচে যাওয়া ট্রেনের কর্মী থিরাসাক ওংসুংনার্ন জানান, ক্রেনটি পড়ার সাথে সাথেই তিনি এবং অন্য যাত্রীরা বাতাসের দিকে ছিটকে পড়েন।

নাখোন রাতচাসিমা প্রদেশের স্থানীয় পুলিশ প্রধান থাচাপন চিনাওং সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, আহতদের উদ্ধার করে দ্রুত বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ কেটে আটকে পড়া যাত্রীদের বের করে আনছেন এবং আহতদের নিরাপদে সরিয়ে নিচ্ছেন।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর