ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১
good-food
৮৬০

নার্স-কর্মচারি সংঘর্ষে উত্তপ্ত বঙ্গবন্ধু মেডিক্যাল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৩২ ২৪ জানুয়ারি ২০১৯  

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যক্তিগত কোন্দলের জেরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নার্স ও চতুর্থ শ্রেণির কর্মচারিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার  বিশ্ববিদ্যালয়ের সি ব্লকে নার্স ও চতুর্থ শ্রেণির কর্মচারিদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষের কারণে হাসপাতালের মুল গেটে তালা দেন কর্মচারিরা। এক পর্যায়ে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম বন্ধ হয়ে যায়।

 কিছুদিন ধরেই বিভিন্ন দাবিতে চিকিৎসকদের ঝটিকা আন্দোলনে বিশ্ববিদ্যালয় উত্তপ্ত ।
 বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, চতুর্থ শ্রেণির এক কর্মচারির সঙ্গে এক নার্সের ব্যক্তিগত কোন্দলের কারণে সকালে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।

ঘটনাক্রমে চতুর্থ শ্রেণির কর্মচারি ও নার্সদের দুটি গ্রুপ এক পর্যায়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় প্রায় এক ঘণ্টার মতো সি-ব্লকের চিকিৎসাসেবা কার্যক্রম বন্ধ থাকে।

পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং হাসপাতালের স্বাভাবিক  কার্যক্রম শুরু হয়।

এ বিষয়ে বিএসএমএমইউর প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ  জানান, ব্যক্তিগত কোন্দলের কারণে সকালে একজন নার্স একজন চতুর্থ শ্রেণির কর্মচারির মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ বিষয়ে তাদের সহকর্মীরা উত্তপ্ত হলেও পরিস্থিতি খুব দ্রুত নিয়ন্ত্রণে চলে এসেছে। আমরা হাসপাতালের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে মিটিং করে বিষয়টি সমাধান করেছি।

পরে ওই নার্সের অভিযোগের পরিপ্রেক্ষিতে চতুর্থ শ্রেণির চার কর্মচারি ইসমাইল, শরীফ, রুবেল ও জামালকে সাময়িক বরখাস্ত করে বিএসএমএমইউ কর্তৃপক্ষ।