ঢাকা, ১২ জানুয়ারি সোমবার, ২০২৬ || ২৯ পৌষ ১৪৩২
good-food

বাংলাদেশ থেকে উড়ে বেলুন পড়লো ভারতে, ব্যাপক উত্তেজনা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:১২ ১২ জানুয়ারি ২০২৬  

ভারতের আসাম রাজ্যে বাংলাদেশ থেকে উড়ে আসা একটি বিশাল গ্যাস বেলুন উদ্ধার করা হয়েছে। রাজ্যের কাছাড় জেলায় বেলুনটি পড়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেলুনটিতে বাংলাদেশের সিলেট জেলার একটি স্কুলের নাম লেখা থাকায় বিষয়টি নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রবিবার কাছাড় জেলার বরখোলা এলাকার একটি কৃষিজমিতে বিশালাকার এই বেলুনটি নেমে আসে। অস্বাভাবিক বড় আকারের বেলুনটি দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহলের পাশাপাশি আতঙ্কও তৈরি হয়। আতঙ্কিত গ্রামবাসীরা প্রথমে ভিলেজ ডিফেন্স পার্টিকে (ভিডিপি) খবর দেয়। পরে তাদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পরিস্থিতি পর্যবেক্ষণে যান কাছাড় জেলার সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) পার্থ প্রতীম দাসও। এদিকে, পুলিশ পৌঁছানোর আগেই রহস্যময় বেলুনটি দেখতে সেখানে ভিড় জমায় হাজারো উৎসুক জনতা।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া বেলুনটিতে সিলেটের 'ঘিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়'-এর নাম লেখা রয়েছে। এছাড়া, এতে তিনজন ব্যক্তির ছবি এবং বাংলায় কিছু বার্তাও লেখা ছিল।

কাছাড়ের এসএসপি পার্থ প্রতীম দাস সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কীভাবে বেলুনটি আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করলো এবং এর পেছনে কোনো নিরাপত্তা ঝুঁকি আছে কি না, তা খতিয়ে দেখতে   তদন্ত শুরু করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।