ঢাকা, ২৮ মার্চ বৃহস্পতিবার, ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০
good-food
৮১৯

‘বিএসএমএমইউয়ে চালু হচ্ছে লিভার ট্রান্সপ্লান্ট’

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:২৯ ১৩ ডিসেম্বর ২০১৮  

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শিগগির লিভার ট্রান্সপ্লান্ট চালু করা হবে। এজন্য হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়েটিক এন্ড লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি বিভাগকে সব ধরনের সহায়তা দেয়া হবে।

বৃহস্পতিবার বিএসএমএমইউয়ের শহীদ ডা. মিলন হলে “হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়েটিক সার্জারি” শীর্ষক লাইভ ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এ কথা বলেন।

তিনি বলেন, লিনিয়ার এক্সিলেটর মেশিন না থাকায় ক্যান্সারে আক্রান্ত রোগীদের রেডিওথেরাপি দেয়া সম্ভব হচ্ছে না। রোগীদের সুবিধার্থে সব প্রতিবন্ধকতা পেরিয়ে লিনিয়ার এক্সিলেটর মেশিন ক্রয় করা হবে।চালু করা হবে ক্যান্সারে আক্রান্ত রোগীদের জন্য রেডিওথেরাপি কার্যক্রম।

বিশ্ববিদ্যালয়ের হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়েটিক এন্ড লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো  এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিভাগের  চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. জুলফিকার রহমান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএসএমএমইউয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার ও কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান।

এতে যৌথভাবে প্রবন্ধ উপস্থাপন করেন সিঙ্গাপুরের গ্লেনগ্লেস হাসপাতালের ডা. রবিশংকর কে দিদ্দাপুর এবং মাউন্ড এলিজাবেথ হাসপাতালের ডা. তৌফিক ইসলাম।