ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০
good-food
৩৫৬

ব্র্যাক ইউনিভার্সিটির সামার-২০২০ সেমিস্টারের অনলাইন ওরিয়েন্টেশন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:০৫ ১৮ জুলাই ২০২০  

সামার-২০২০ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করেছে ব্র্যাক ইউনিভার্সিটি। করোনা মহামারির কারণে গেল শনিবার নতুন সেমিস্টারে ভর্তি শিক্ষার্থীদের অনলাইন ওরিয়েন্টেশন আয়োজন করে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। 

নবাগত শিক্ষার্থী ও তাদের অভিভাবক, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তাবৃন্দ অনলাইনে আনন্দঘন এ অনুষ্ঠান উপভোগ করেন। 

সকাল ৯টায় রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের পরিচিতিমূলক এ অনুষ্ঠান শুরু হয়। সূচনা সঙ্গীতের পর ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, কেসিএমজি-এর জীবনের বিভিন্ন দিক ও অর্জন নিয়ে বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। 

এ পর্বে সূচনা বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আবদুল্লাহ রুবায়েত চৌধুরী। ব্র্যাক ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগ, অফিস সম্পর্কে ধারণা এবং শিক্ষার্থীদের করণীয় বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি। 

সকাল ১০টায় শিক্ষার্থীদের বরণ করে নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ভিনসেন্ট চ্যাং, পিএইচডি। তিনি বলেন, বর্তমান অবস্থায় অনেক শিক্ষার্থীর জন্য পড়াশোনা শুরু করাটা কঠিন হবে। ব্র্যাক ইউনিভার্সিটির অনলাইন লার্নিং প্লাটফর্ম ‘বিউএক্স’ এবং স্টুডেন্টস অ্যাসিসটেন্ট ফান্ড এর সদ্ব্যবহারের মাধ্যমে অত্যন্ত সূচারুরূপে দূরবর্তী শিক্ষণ অভিজ্ঞতা লাভ করা যাবে। 

কোভিড-১৯ বৈশ্বিক মহামারির এ কঠিন সময়ে সমস্যাগুলোকে সম্ভাবনায় পরিণত করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান তিনি। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী জনপ্রিয় গায়িকা এবং অভিনয়শিল্পী রাফিয়াথ রশীদ মিথিলা ও সামিহা নুসরাত। নবীন শিক্ষার্থীদের সামনে বিশ্ববিদ্যালয়ে পড়াকালে নিজের অভিজ্ঞতা এবং প্রাপ্তির ঝুলি তুলে ধরেন তারা।

পরে সামাজিক মাধ্যম ফেসবুকে হ্যাশট্যাগ উইআরব্র্যাকইউ-২০২০ ডুডল পোস্টকার্ড শেয়ার করার মধ্য দিয়ে শেষ হয় ওরিয়েন্টেশন। 

এর আগে করোনা দূযোগে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যাতে ব্যহত না হয়, সেজন্য ১৫ কোটি টাকার স্টুডেন্ট অ্যাসিসটেন্স ফান্ড গঠন করে ব্র্যাক ইউনিভার্সিটি। এ তহবিল সেমিস্টারের মোট টিউশন ও ফি’র প্রায় ২৫ শতাংশ। 

এছাড়া বর্তমান অচলাবস্থায় শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে হার্ভার্ড-এমআইটি বিশ্ববিদ্যালয়ের আদলে ‘বিইউএক্স’ নামে বিশ্বমানের নিজস্ব অনলাইন লার্নিং প্লাটফর্ম তৈরি করছে ব্র্যাক ইউনিভার্সিটি।