ঢাকা, ১৭ সেপ্টেম্বর বুধবার, ২০২৫ || ১ আশ্বিন ১৪৩২
good-food
৯৪

ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে অংশ নিতে পারেন খালেদা জিয়া

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:১৯ ৩০ জুলাই ২০২৫  

চলতি বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তাতে অংশ নিতে পারেন বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। বুধবার (৩০ জুলাই) ফেনীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

 

আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও সেটি আরও এগিয়ে আসতে পারে বলে মন্তব্য করেছেন আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, দেশে এখন যে অবস্থা ফেব্রুয়ারি আগেই নির্বাচন হতে পারে। হয়তো জানুয়ারিতেও হয়ে যেতে পারে। কারণ এখানে কোর্টে একটা কেইস এখন পেন্ডিং আছে, সুপ্রিম কোর্টে, কেয়ারটেকার সরকার নিয়া। 

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। ছবি: সংগৃহীত

 

আবদুল আউয়াল মিন্টু বলেন, কেয়ারটেকার সরকার যদি পুনঃপ্রবর্তন হয়, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার তখন কেয়ারটেকার হবে। কেয়ারটেকারে বলা আছে, ৯০ দিনে নির্বাচন। সো, আমি মনে করি নির্বাচন হবে।

 

তিনি আরো বলেন, যদি ডিসেম্বরের ভেতর নির্বাচন হয়, আশা করি আমাদের দলের নেত্রী, ম্যাডামও (খালেদা জিয়া) কিন্তু নির্বাচন করবেন। উনি এখন ইনশাল্লাহ একটু সুস্থ আছেন। অতএব, আমাদের নির্বাচন নিয়া ফেনীতে কোনো চিন্তা নাই।