ঢাকা, ৩১ জুলাই বৃহস্পতিবার, ২০২৫ || ১৫ শ্রাবণ ১৪৩২
good-food
৩০

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা, ১১ দিন ৭ নির্দেশনা পুলিশের

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:২৩ ২৯ জুলাই ২০২৫  

২৯ জুলাই থেকে আগামী ১০ দিন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ অনলাইন ও অফলাইনে প্রচারণা চালিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করতে পারে বলে আশঙ্কা করছে পুলিশের বিশেষ শাখা (এসবি)। সোমবার (২৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

 

এতে বলা হয়, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে সরকারবিরোধী রাজনৈতিক দল ও ফ্যাসিবাদবিরোধী সামাজিক সংগঠনগুলো গত ১ জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে। এই ধারাবাহিকতায় ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত কর্মসূচি পালনের সময় ‘বিশেষ গুরুত্বপূর্ণ’।

 

এসময়ে কর্মসূচি পালনকে কেন্দ্র করে বিতাড়িত ফ্যাসিবাদী শক্তি অনলাইন ও অফলাইনে প্রচারণা চালিয়ে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি, ফ্যাসিবাদবিরোধী কর্মসূচিতে বাধা প্রদানসহ দেশব্যাপী বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাতে পারে। এই পরিস্থিতিতে সাতটি বিশেষ নির্দেশনা সম্বলিত এই বিজ্ঞপ্তি বিভিন্ন পুলিশের ইউনিটে পাঠিয়েছে পুলিশের বিশেষ শাখা (এসবি)।

 

দেশব্যাপী পুলিশকে যেসব নির্দেশনা দেয়া হয়েছে, সেগুলো হলো...

# ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা

# ৮ আগস্ট পর্যন্ত নিয়মিত সন্দেহজনক ব্যক্তিগত মোটরসাইকেল, মাইক্রোবাস ও অন্যান্য যানবাহন তল্লাশি করা

# বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেলস্টেশন, বিমানবন্দরের পার্শ্ববর্তী এলাকায় বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা

 

# গ্রেফতারি পরোয়ানা তামিল অভিযান পরিচালনা করা

# মোবাইল পেট্রল জোরদার করা এবং

# গুজব রোধে সাইবার পেট্রোলিং কার্যক্রম অব্যাহত রাখাসহ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর