ঢাকা, ০৫ আগস্ট মঙ্গলবার, ২০২৫ || ২০ শ্রাবণ ১৪৩২
good-food
২১

১/১১-এর পদধ্বনি শোনা যাচ্ছে: মাহফুজ আলম

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৩৭ ৪ আগস্ট ২০২৫  

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, এক এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে। সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা বলেন।

 

মাহফুজ আলম লেখেন, ১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে। এদিন সন্ধ্যা পৌনে ৭টার দিকে নিজের একাউন্টে প্রথমে এক লাইনের এই পোস্ট দেন তিনি।

 

কিছুক্ষণ পর আবার সেই পোস্টটি এডিট করে আরো একটি লাইন যুক্ত করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। সেখানে তিনি লেখেন, ১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে! তবে জুলাই জয়ী হবে। জনগণের লড়াই পরাজিত হবে না।

 

এই পোস্ট দেয়ার কয়েক ঘণ্টা আগে গত বছরের ২ আগস্ট দেয়া নিজের একটা পুরোনো পোস্ট শেয়ার দিয়ে মাহফুজ আলম লেখেন, যখন সবাই এক দফা দিয়ে হাসিনাকে পতনের কথা বলছিল, ২ তারিখ রাতে সমন্বয়কদের চাপের মুখে এক দফা দিতে বলা হচ্ছিল, তখন আমরা অসহযোগের কথা বলছিলাম। অনেকের সমালোচনার মুখেও অসহযোগ আন্দোলনকে কর্মসূচি বানানো হইসিল।

 

তিনি আরও লেখেন, অসহযোগ হয়ে সকল পক্ষ থেকে জুলাইয়ের শক্তি আর ফ্যাসিবাদী শক্তি আলাদা হয়ে গেলে আজকের অনেক সঙ্কট দেখতে হতো না।

 

প্রসঙ্গত, ২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারি করা হয়। তখন রাষ্ট্র ক্ষমতা নেয় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। ২০০৭ সালের সেই দিন বিকেলে জরুরি অবস্থা জারির পর বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছিল।

রাজনীতি বিভাগের পাঠকপ্রিয় খবর