ঢাকা, ০৪ আগস্ট সোমবার, ২০২৫ || ১৯ শ্রাবণ ১৪৩২
good-food

ইয়ামিনকে এপিসি থেকে ফেলে হত্যাকাণ্ড: সাবেক পুলিশ সদস্য গ্রেপ্তার

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:২১ ৩ আগস্ট ২০২৫  

গত বছরের জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়া শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিনকে পুলিশের এপিসি থেকে ফেলে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশের সাবেক এএসআই মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। 

 

রোববার (৩ আগস্ট) তাকে নারায়ণগঞ্জের রুপগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম। তিনি জানান, ওই ঘটনায় সাভার থানা পুলিশ অভিযান চালায়। তাদেরকে সহযোগিতা করে রুপগঞ্জ থানা পুলিশ।

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে মি. আলীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।

 

 

২০২৪ সালের ১৮ জুলাই সাভারে শিক্ষার্থীদের আন্দোলনের সময় এপিসি থেকে ফেলে দেওয়ার পর গুলিবিদ্ধ অবস্থায় মারা যান ইয়ামিন। তখন ইয়ামিনকে পুলিশের এপিসি থেকে নির্মমভাবে ফেলে দেওয়ার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে নানা ক্ষোভ ও প্রতিক্রিয়াও তৈরি হয়েছিল।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর