ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
৭৭৬

‘ভিটামিন ‘এ’ ক্যাপসুলে কোনো শিশুর মৃত্যু হয়নি’

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৪২ ১০ ফেব্রুয়ারি ২০১৯  

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক দাবি করেছেন, দেশে তৈরি ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। শনিবার দেশব্যাপী পরিচালিত ক্যাম্পেইনে প্রায় আড়াই কোটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। তবে কোনো শিশু মারা যায়নি।

রোববার রাজধানীর জনস্বাস্থ্য ইনস্টিটিউট ন্যাশনাল ফুড সেইফটি ল্যাবরেটরির (এনএফএসএল) আইএসও সনদ অর্জন এবং দুগ্ধ ও দুগ্ধজাত খাবারের মানসম্পর্কিত গবেষণা ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।

জাহিদ মালেক বলেন, পত্রপত্রিকায় একটি শিশুর মৃত্যুর খবর এসেছে। তবে ভিটামিন ‘এ’ ক্যাপসুলে তার মৃত্যু হয়নি। শিশুটি টিকা খেয়ে বাড়ি গিয়ে ৪ ঘণ্টা ঘুমায়। জাগলে তাকে খাবার খাওয়ায় মা। ওই সময় গলায় খাবার আটকে মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদফতরের সভাপতি প্রফেসর ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জনস্বাস্থ্য) হাবিবুর রহমান, জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক নির্মল সেন ছিলেন।