ঢাকা, ০৬ মে মঙ্গলবার, ২০২৫ || ২২ বৈশাখ ১৪৩২
good-food
২৮৫

মাথায় কাঁঠাল পড়ে মৃত্যু

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:৪০ ১ জুলাই ২০২১  

জামালপুরের সরিষাবাড়ীতে মাথায় কাঁঠাল পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (৩০ জুন) দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল মধ্যপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।

 

নিহতের ছেলে সুজন মিয়া বলেন, তার মা সুন্দরী বেওয়া (৮৫) ওই  দিন দুপুরে কাঁঠাল পাড়তে প্রতিবেশী আলহাজ্ব মিয়ার ছেলে নাঈমকে (৯) গাছে চড়িয়ে দেন। সে পেড়ে কাঁঠাল হাতে নিয়ে নিচে নামছিল। ওই সময় হঠাৎ তার হাত থেকে কাঁঠালটি ফসকে বেওয়ার মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

ডোয়াইল ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন রতন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনাটি শুনেছি।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আমি এ ব্যাপারে কোনও অভিযোগ পাইনি।
 

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর