ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১
good-food
৪০৬২

মানসিক স্বাস্থ্য ভালো রাখার উপায়

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:২৩ ৪ জানুয়ারি ২০১৯  

সুস্থ দেহে সুস্থ মনের বাস। তাই শরীর সুস্থ রাখতে মন সতেজ রাখা জরুরি। এক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের ওপরও নজর দিতে হবে।  এবার চলুন জেনে নিইমানসিক স্বাস্থ্য ভালো রাোর উপায়।

ঘরদোর-আসবাব পরিষ্কার রাখুন : আপনার চারপাশে তাকান। সারাক্ষণ এলোমেলো অবস্থার মধ্যে থাকলে মনও খিটমিটে হয়ে থাকবে। তাই অপ্রয়োজনীয় কাগজপত্র পরিষ্কার করে ফেলতে হবে ঝেড়ে-মুছে পরিষ্কার করতে হবে ঘরের আসবাবপত্র। পরিষ্কার-পরিচ্ছন্নতার অভ্যাস সবসময় বজায় রাখুন।

ব্যায়াম করুন : ব্যায়াম করতে আলসেমি হয়। এটা আমাদের বড় রোগ। আলসেমি ছেড়ে ব্যায়াম করুন। সপ্তাহে অন্তত পাঁচ দিন ৩০ মিনিট করে হাঁটুন।

বন্ধুর সঙ্গে আড্ডা দিন : কেবল মানুষই বন্ধু হবে, এমনটা ভাবা যাবে না। বন্ধু হতে পারে বই, সংগীত, শখের কাজও। মনের মতো ভালো বন্ধু পেলে তো কথাই নেই। তাই সময় কাটান ভালো বন্ধুদের সঙ্গে।

সতেজ ও পুষ্টিকর খাবার খান : মন ভালো রাখতে ফ্রেশ ও পুষ্টিকর খাবার খেতে হবে। পাতে মাছ, মাংস, দুধ, ডিম, সবুজ শাকসবজি রাখতে হবে।  বেশি পরিমাণে পানি পান করতে হবে। খেতে হবে কমলা, টমেটো, ব্ল্যাকবেরি, ব্লুবেরি, গ্রিন টি। এসব খাবারের মধ্যে মন ভালো রাখার উপাদান আছে।

ক্ষমা করুন : ক্ষমা মনকে প্রশান্ত করে। বিশ্বাস হচ্ছে না? আসলেই তাই। আজই কোনো বিরক্তকর ব্যক্তিকে ক্ষমা করে দিন, দেখবেন মন অনেকটা ফুরফুরে লাগছে। তবে এটি করতে হবে একেবারে মন থেকে।

নতুন কিছু শিখুন : নতুন কিছু শেখা মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে, দক্ষতা বাড়ায়। সবসময় নতুন কিছু শেখার চেষ্টা করতে হবে।