ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
৫৫৯

রঙিন হচ্ছে সত্যজিতের ‘পথের পাঁচালী’

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৩৮ ৪ জুন ২০২০  

কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি ‘পথের পাঁচালী’ মুক্তি পেয়েছিল ১৯৫৫ সালে। গত কয়েক দশকে অগণিত দর্শক ছবিটি দেখেছেন। তাদের কাছে এ ছবির আবেদন এতটুকু কমেনি। তবে ছবিটি রঙিন হিসেবে দেখার আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন অনেকে।

এবার সেসব দর্শকের আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করছেন আমেরিকার ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক। সম্প্রতি তারা পথের পাঁচালী’র ফোরকে রেজুলেশনের একটি রঙিন ভিডিও প্রকাশ করেছেন।

ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের সঙ্গে কাজ করছেন বাংলাদেশি ভিডিও সম্পাদক রাকিব রানা। তারা আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স বা এআই প্রযুক্তি ব্যবহার করেছেন। গবেষক দলটির প্রকাশিত তিন মিনিটের ভিডিওতে অপু, দুর্গা, সর্বজয়া ও হরিহর উপস্থিত হয়েছেন রঙিন রূপে।

দেখা গেছে বিখ্যাত ট্রেন চলে যাওয়া ও কাশবনের দৃশ্য। ‘পথের পাঁচালী’ নিয়ে এই নতুন গবেষণাকে অনেকেই সাধুবাদ জানাচ্ছেন। আবার অনেক নেটিজেনের মতে, ‘পথের পাঁচালী’ সাদাকালোতেই ভালো। সেই নিয়ে এ ধরনের পরীক্ষা-নিরীক্ষায় খুশি নন তারা।

পথের পাঁচালী যখন নির্মিত হয়েছিল তার অনেক আগে বিশ্ব-চলচ্চিত্রে রঙিন ছবি নির্মাণ সাধারণ ব্যাপার ছিল। কিন্তু উপমহাদেশের তৎকালীন বাস্তবতায় এটি নির্মিত হয় সাদাকালোতে। এখন এই ছবিটি বিশ্ব চলচ্চিত্রের অন্যতম ক্ল্যাসিক ছবি হিসেবে স্বীকৃত।

আর্কাইভ বিভাগের পাঠকপ্রিয় খবর