ঢাকা, ২৪ আগস্ট রোববার, ২০২৫ || ৯ ভাদ্র ১৪৩২
good-food
২৮৯

শহরের মর্যাদায় ফিরে পেল জিব্রাল্টার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:১৪ ১ সেপ্টেম্বর ২০২২  

এখন থেকে জিব্রাল্টারকে আনুষ্ঠানিকভাবে শহর বলা যাবে। ১৮০ বছর আগে এ মর্যাদা দিয়েছিলেন রাণী ভিক্টোরিয়া। খবর বিবিসি।

 

বছরের শুরুর দিকে রাণী দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে বসার ৭০ বছর পূর্তি বা প্লাটিনাম জুবিলি উপলক্ষে কিছু অঞ্চলকে শহরের মর্যাদা দেওয়ার ঘোষণা আসে। ব্রিটেনের বিদেশী ভূখণ্ড জিব্রাল্টার সে প্রতিযোগিতায় জিতে গেল।

 

যুক্তরাজ্যের ন্যাশনাল আর্কাইভস ঘেঁটে গবেষকরা জানতে পেরেছেন, ১৮০ বছর আগে অর্থাৎ, ১৮৪২ সালে জিব্রাল্টার শহর হিসেবে গণ্য হয়।

 

এখন বিখ্যাত ‘পাথরখণ্ড’টির মর্যাদা পুনরায় নিশ্চিত হওয়া গেল। প্রধানমন্ত্রী বরিস জনসন এর ‘সমৃদ্ধ ইতিহাস ও গতিময়তা’ উদযাপনকে প্রশংসাযোগ্য বলে বর্ণনা করেছেন।

 

প্লাটিনাম জুবিলি উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় ৩৯টি স্থানের নাম আসে। সেখান থেকে জিব্রাল্টারসহ আটটি শহরের মর্যাদা পায়। অন্যগুলোর মধ্যে রয়েছে ডোনকাস্টার, ব্যাঙ্গর ও ডানফার্মলাইন।

 

স্পেনের সঙ্গে যুদ্ধের পর এক শান্তিচুক্তির মাধ্যমে ১৭১৩ সালে ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চলটির মালিকানা পায় ব্রিটেন। জিব্রাল্টার ব্রিটিশদের অন্যতম সামরিক ও নৌঘাঁটি। যার আয়তন ২.৬ বর্গমাইল। সেখানকার রক অব জিব্রাল্টারের পাদদেশে প্রায় ৩৪ হাজারের বেশি মানুষের বসবাস।

 

জিব্রাল্টার মূলত এর প্রণালির জন্য গুরুত্বপূর্ণ। যা পশ্চিম আটলান্টিক মহাসাগরকে পূর্ব ভূমধ্যসাগরকে যুক্ত করেছে। পৃথক করেছে ইউরোপের স্পেন ও আফ্রিকার মরক্কোকে।

আর্কাইভ বিভাগের পাঠকপ্রিয় খবর